শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

বলিউড বাদশাহ শাহরুখ খানকে প্রাণনাশের হুমকি

বিনোদন ডেস্ক
  ০৮ নভেম্বর ২০২৪, ০৭:০৪
ছবি-সংগৃহীত

বলিউড ভাইজান সালমান খানের পর এবার বলিউড বাদশাহ শাহরুখ খানকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ভারতের ছত্তিশগড় থেকে মুম্বাই পুলিশের কাছে ফোন করে শাহরুখকে হত্যার হুমকি দিয়ে ৫০ লাখ টাকা দাবি করেছে এক অজ্ঞাত যুবক।

ফোন পাওয়ার পরই সতর্ক অবস্থানে পুলিশ। ফোনের লোকেশন যাচাই করে এরইমধ্যে ছত্তিশগড়ে পৌঁছে গেছে তারা।

পুলিশ জানিয়েছে, ওই ফোনের আড়ালে আছে ফয়জান নামের এক যুবক। তাকে খোঁজার চেষ্টা চলছে।ওই ব্যক্তি কোনো সন্ত্রাসী দল বিশেষ করে লরেন্স বিষ্ণোইর দলের সদস্য কি না- তা খতিয়ে দেখা হচ্ছে।

সালমানকে হত্যার হুমকির সঙ্গে শাহরুখের এ ঘটনার কোনো যোগাযোগ আছে কি না- তাও খতিয়ে দেখছে পুলিশ।

প্রতি বছর জন্মদিনের রাতে মান্নাতের বারান্দায় এসে ভক্তদের দেখা দেন কিং খান।কিন্তু আগের জন্মদিনগুলোর মতো তার বাড়ির সামনে হাজারো ভক্ত জড়ো হলেও শাহরুখ দেখা দেননি।অন্যবারের চেয়ে এবার মান্নাতকে কড়া নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছিল মুম্বাই পুলিশ।বাড়ির সামনে যাতে বেশি ভিড় না জমে, সেদিকেও কড়া নজরদারি ছিল।

পরে জন্মদিনের সন্ধ্যায় একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে কিছু ভক্তের সঙ্গে দেখা করেন মি. বলিউড বাদশাহ।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর বলছে, নিরাপত্তার শঙ্কা দেখা দিতে পারে- এমনটি শাহরুখকে আগেই জানিয়েছিল পুলিশ। সে অনুযায়ী পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়।

জন্মদিনে এমন নিরাপত্তা দেওয়ার জন্য মুম্বাই পুলিশকে ধন্যবাদ জানান শাহরুখ খান। মান্নাতের নিরাপত্তায় থাকা পুলিশ সদস্যদের খাবারের বক্স পাঠিয়ে সঙ্গে নোট লিখে দিয়েছিলেন ‘থ্যাঙ্ক ইউ’।

তবে শাহরুখ যে এবারই প্রথম হত্যার হুমকি পেয়েছেন তা নয়। এর আগে ‘পাঠান’ ও ‘জওয়ান’-এর সাফল্যের পর ২০২৩ সালের অক্টোবরে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল বলিউড বাদশাহকে।ওই ঘটনার পর শাহরুখকে ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দিয়েছিল মুম্বাই পুলিশ।তখন ২৪ ঘণ্টা তাকে ঘিরে রাখতেন ৬ জন সশস্ত্র নিরাপত্তারক্ষী।

মন্তব্য করুন