বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১

এক হলেন ক্যানসারযোদ্ধা মনীষা-কেটের বার্তা

প্রবাহ বাংলা নিউজ
  ৩০ অক্টোবর ২০২৪, ১৬:১১
ছবি-সংগৃহীত

২০১২ সালে জরায়ু ক্যানসারে আক্রান্ত হন মনীষা কৈরলা। দীর্ঘ সময় অভিনয় থেকে দূরে ছিলেন। কর্কট রোগে আক্রান্ত হওয়ায় শরীরের পাশাপাশি মানসিক ভাবেও ভেঙে পড়েছিলেন মনীষা। 

একাকিত্ব গ্রাস করেছিল তাঁকে। দীর্ঘ চিকিৎসার পর সুস্থ হয়ে ফের কাজে ফিরেছেন সম্প্রতি। ‘হীরামান্ডি’ সিরিজে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে। এ বার মনীষার কাছে বার্তা এল ব্রিটেনের যুবরানি কেট মিডলটনের কাছ থেকে।

চলতি বছর মার্চ মাস নাগাদ খবর আসে কেটও ক্যানসারে আক্রান্ত। যুবরানি নিজেই জানিয়েছিলেন, তাঁর কেমোথেরাপি চলছে। তার আগে বহু দিন তিনি ছিলেন লোক চক্ষুর অন্তরালে। রাজপরিবারে কেট একা নন। রাজা তৃতীয় চার্লসেরও ক্যানসার ধরা পড়েছে। তবে শরীরের কোন অংশে ক্যানসার, তা জানা যায়নি। 

চার্লসকে অবশ্য গত এপ্রিলেই চিকিৎসকেরা শরীর নিয়ে সবুজ সঙ্কেত দিয়েছিলেন। কেটের স্বাস্থ্যেরও উন্নতি হয়েছে, কিন্তু চিকিৎসা চলবে জানা গিয়েছে। যুবরানির কর্কট রোগে আক্রান্ত হওয়ার কথা জানতে পারার পরই নাকি তাঁর সঙ্গে যোগাযোগ করতে চাইছিলেন বলিউডের অভিনেত্রী। মনীষা নিজেও নেপাল রাজপরিবারের সদস্য। 

অবশেষে যোগাযোগ হল দুই ক্যানসার-যোদ্ধার। যুবরানির তরফ থেকে এল বার্তা। মনীষা সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, ‘‘অনেক দিন ধরেই ওঁর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছিলাম। অবশেষে যুবরানি তরফ থেকে বার্তা পেলাম।’’ যদিও দু’জনের মধ্যে কী কথা হয়েছে তা খোলসা করেননি অভিনেত্রী।

মন্তব্য করুন