শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১

শীগগিরই বিবাহ বিচ্ছেদ অভিষেক-ঐশ্বরিয়ার 

বিনোদন ডেস্ক
  ২৫ অক্টোবর ২০২৪, ১৬:১২
ছবি-সংগৃহীত

শীগগিরই নাকি বিবাহবিচ্ছেদ হতে চলেছে বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি অভিষেক বচ্চন আর ঐশ্বরিয়া রাই-এর। যদিও অনেক দিন আগেই ফাটল ধরেছে দীর্ঘদিনের সংসারে। মুখে কুলুপি এঁটেছিলেন এই তারকা দম্পতির। 

এখনো পর্যন্ত তাদের মধ্যে কেউ কোনো মন্তব্য করেননি। ডিভোর্স জল্পনার মাঝেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে আর এক অভিনেত্রীর নাম। তিনি হলেন নিমরত কৌর। অভিষেকে ‘দশভি’ ছবির নায়িকা।

তার সঙ্গেই নাম জড়িয়েছে জুনিয়র বচ্চনের। শোনা যাচ্ছে, অনেক দিন হল নিমরত এবং অভিষেক সম্পর্কে জড়িয়েছেন। তাদের গোপন সম্পর্কের কথা নাকি ঐশ্বরিয়ার কানে যেতেই অভিনেত্রী বাড়ি ছেড়েছেন মেয়ে আরাধ্যা বচ্চনকে নিয়ে।

এই বিতর্কে এবার নাম জড়াল বিগ বি অর্থাৎ অমিতাভ বচ্চনেরও। শোনা যাচ্ছে, ছেলে অভিষেকের এই বিবাহবহির্ভূত সম্পর্ককে মেনে নিয়েছেন বিগবি। অন্তত বিগ বি’র কথা শুনে নাকি এমনটাই আন্দাজ করেছেন অনেকে। কিন্তু আচমকা কেন এমনটা মনে হল সবার?

শোনা যাচ্ছে, নিমরতকে নাকি উপহার পাঠিয়েছিলেন অমিতাভ। সত্যিই কি তাই? নিমরতকে উপহার পাঠানোর কথা একেবারেই সত্যি। তবে এটা পুরনো ঘটনা। ‘দশভি’ ছবিতে নিমরতের অভিনয় দেখে মুগ্ধ হন অমিতাভ। তাই সৌজন্যের খাতিরে তার অভিনয়ের প্রশংসা স্বরূপ ফুল পাঠান বিগবি।

আসলে এই মুহূর্তে যেহেতু অভিষেক এবং ঐশ্বরিয়ার বিবাহবিচ্ছেদের আলোচনা তুঙ্গে। তাই বচ্চন পরিবার সম্পর্কিত নানা খবর বার বার ঘুরে ফিরে আসছে টলিপাড়ায়। এই যেমন সম্প্রতি ভাইরাল হয়েছে ঐশ্বরিয়ার একটি পুরনো সাক্ষাৎকার। যেখানে তিনি জানিয়ে ছিলেন তার বাড়িতে এসেছে একগুচ্ছ উকিলের চিঠি।

ডিভোর্স বিতর্কের আবহে নায়িকার এই সাক্ষাৎকার প্রকাশ্যে আসলে তা নিয়েও আলোচনা কম হয়নি। তবে সেই সাক্ষাৎকারও ছিল অনেক দিনের পুরনো। তবে ঐশ্বরিয়া এবং অভিষেকের সম্পর্ক ঠিক কোন দিকে গড়াচ্ছে তা সময়ই বলবে।

মন্তব্য করুন