শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১

খুনের হুমকির মাঝেই বিয়ের প্রস্তাব পেলেন সালমান

বিনোদন ডেস্ক
  ২৪ অক্টোবর ২০২৪, ০৯:১৮

আতঙ্কে দিন কাটছে বলিউড অভিনেতা সালমান খানের। গত সপ্তাহে প্রকাশ্যে খুন হয়েছেন রাজনৈতিক নেতা বাবা সিদ্দিকি। তারপর থেকেই বিষ্ণোই গ্যাংয়ের কাছ থেকে একের পর এক প্রাণনাশের হুমকি পাচ্ছেন ভাইজান। বহু বছর আগের কৃষ্ণসার হরিণ শিকারের মামলায় তাকে আক্রমণ করতে চাইছে লরেন্স বিষ্ণোই ও তার দল। ফলে অভিনেতার নিরাপত্তায় নেওয়া হয়েছে নানা ব্যবস্থা। এরই মধ্যে ফের বিয়ের প্রস্তাব পেলেন সালমান।

গত সপ্তাহে বাবা সিদ্দিকি যখন গুলিবিদ্ধ হয়েছেন, তখন শুটিংয়ে ব্যস্ত ছিলেন এই তারকা। নিরাপত্তার খাতিরে হাসপাতালে যেতে নিষেধ করা হয়েছিল তাকে। কিন্তু শুটিং বন্ধ করেই সিদ্দিকি পরিবারের পাশে গিয়ে দাঁড়ান সলমন। তবে এরপর থেকে ফের মন দিয়েছেন শুটিংয়ে। নিয়মিত শুটিং হচ্ছে ‘বিগ বস্‌ ১৮’-এর। এবার প্রকাশ্যে এসেছে সেই অনুষ্ঠানেরই একটি ভিডিও। যেখানে বিগ বসের প্রতিযোগী অভিনেত্রী চাহত পাণ্ড্যর সঙ্গে কথা বলতে দেখা গেছে অভিনেতাকে। সেই কথোপকথনের একটি অংশে সরাসরি বিয়ের প্রস্তাব পেলেন সালমান খান।

ভাইরাল ভিডিওতে দেখা গেছে, চাহত কেমন মানুষকে বিয়ে করতে চান, জানতে চেয়েছেন সালমান। অন্য প্রতিযোগীদের নাম করে চাহত তাদের গুণাবলির উল্লেখ করতে শুরু করেন।জানান, তিনি কর্ণবীর মিশ্রের মতো মানুষকে চান। যিনি নিয়মিত শরীরচর্চা করে নিজের খেয়াল রাখেন। আবার অবিনাশ মিশ্রের মতো একজন তুখোড় নৃত্যশিল্পীকে চান, ভিভিয়ান ডিসেনার মতো সুন্দর চুলের পুরুষকেও কামনা করেন।

কিন্তু এত গুণ কি আদৌ একজন মানুষের মধ্যে থাকা সম্ভব? এই প্রশ্ন উঠতেই চাহত সরাসরি সালমনাকে বিয়ের প্রস্তাব দিয়ে বসেন। বলেন, ‘আপনিই বিয়ে করে নিন না আমাকে।’

দুশ্চিন্তার পাহাড় মাথায় নিয়েও চাহতের প্রস্তাবে সাড়া দেন সালমান। অভিনেত্রীর দিকে তাকিয়ে মিষ্টি করে হাসেন। তারপর বলেন, ‘এই যে এত রকমের গুণের কথা আপনি বললেন, তার একটাও আমার মধ্যে নেই। সবচেয়ে বড় কথা, আপনার মায়ের সঙ্গে আমার একেবারেই মিল হবে না।’ এরপর চাহত বলেন, বিষয়টি তিনি কথা বলে মিটিয়ে নেবেন, কোনও অসুবিধা হবে না। ভিডিও ক্লিপটি নিজের ইনস্টাগ্রামে ভাগ করে নিয়েছেন চাহত নিজেই। লিখেছেন, ‘কোনও ক্যাপশনের প্রয়োজন নেই। ভিডিওতেই সব বলা আছে।’

মন্তব্য করুন