শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিঅন্যান্যসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

ফের বিচ্ছেদের পথে হাঁটছেন অমিতাভ-জয়া!

বিনোদন ডেস্ক
  ১৪ এপ্রিল ২০২৫, ১৩:৫৩

বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চন ও বিগ বি শাহেনশাহ অমিতাভ বচ্চনের বিয়ে বারবার চর্চায় উঠে এসেছে। যদিও এর মধ্যে ৫০ বছরের দাম্পত্য কাটিয়ে ফেলেছেন তারা। কিন্তু একটা সময়ে খবর রটে যায়— বিচ্ছেদের পথে হাঁটছেন অমিতাভ-জয়া। সেই সময়ে জয়া বচ্চনের সব প্রশ্নের জবাব দিয়েছিলেন।

একবার হল্যান্ডের এক অনুরাগী জয়ার দিকে প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন। চেনা মেজাজেই উত্তর দিয়েছিলেন অভিনেত্রী। সেই অনুরাগী প্রশ্ন করেছিলেন— আমি জানি না, এখনো এটা নিয়ে আলোচনা হয় কিনা। আমি হল্যান্ডে থাকি। দেশি গুজব শুনতে পাই এখানে। সম্প্রতি শুনছি, অমিতাভ বচ্চন নাকি আপনাকে ডিভোর্স দিয়েছেন। জয়াজি, এটি কি সত্যি?

এমন প্রশ্নে দ্রুতই উত্তর দিয়েছিলেন জয়া— ব্যক্তিগতজীবন নিয়ে কোনো রকমের উত্তর ও বর্ণনা আমি দেব না। তবে আপনি এক কাজ করতে পারেন। ১৯৯৮ সালের ৩ জুন আমাদের ২৫তম বিবাহবার্ষিকী। আপনি আমাদের সেদিন শুভেচ্ছাবার্তা পাঠাতে পারেন। আমাদের সেদিন একই বাড়িতে পাবেন।

উল্লেখ্য, ১৯৭৩ সালের ৩ জুন বিয়ে করেছিলেন অমিতাভ ও জয়া। ঘনিষ্ঠ পরিজনদের মাঝে বিয়ে করেছিলেন তারা। যদিও তাদের বিয়ে করার কথা ছিল অক্টোবর মাসে। কিন্ত একত্রে লন্ডন বেড়াতে যাবেন বলে বিয়ের তারিখ এগিয়ে নিয়ে এসেছিলেন এ দম্পতি। বেড়াতে যাওয়ার মাত্র সাত দিন আগে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন তারা। 

মন্তব্য করুন