শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিঅন্যান্যসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

সিনেমাটি করে আমি ভুল করেছি: অক্ষয়

বিনোদন ডেস্ক
  ১২ এপ্রিল ২০২৫, ১২:০৫

বলিউডের খিলাড়িখ্যাত অভিনেতা অক্ষয় কুমার অভিনীত ‘টয়লেট: এক প্রেম কথা’ নিয়ে সম্প্রতি সরব হয়েছিলেন বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চন। সিনেমার নায়ককে সরাসরি কিছু বলেননি তিনি। তবে সিনেমা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন অভিনেত্রী। জয়ার কটাক্ষ ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। সেই নিয়ে এবার  কথা বললেন অভিনেতা অক্ষয় কুমারও। 

সদ্য অভিনেতা তার আগামী সিনেমা ‘কেশরী: চ্যাপ্টার ২’-এর প্রচারে যোগ দিয়েছিলেন। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অক্ষয় বলেন, জয়াজি যখন বলেছেন, নিশ্চয়ই ঠিক বলেছেন। সিনেমাটি করে আমি ভুল করেছি।

অক্ষয় এদিন কোনো বিতর্কে যাননি। পাল্টা কটাক্ষেও করেননি বর্ষীয়ান অভিনেত্রীকে। বরং তিনি অত্যন্ত বিনীতভাবে দায় স্বীকার করে নিয়েছেন। অভিনেতা বলেন, জয়াজির মতের বিরুদ্ধে আমার কিছুই বলার নেই। উনার যখন মনে হয়েছে, তখন সেটিই ঠিক। নিশ্চয়ই কিছু বুঝে বলেছেন। উনার যদি মনে হয়ে থাকে— আমি ভুল করেছি, তা হলে সত্যিই ভুল করেছি। 

অক্ষয়ের কথা কি পৌঁছেছে ‘গুড্ডি’ জয়ার কাছে? তা অবশ্য অজানা। তবে ২০১৭ সালের সিনেমা ‘টয়লেট: এক প্রেম কথা’, সেই সময় যথেষ্ট সাড়া ফেলেছিল। সেই সিনেমা নিয়ে ২০২৫-এ কেন ক্ষোভ উগরে দিলেন সংসদ সদস্য ও অভিনেত্রী, তা জানা যায়নি। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই সিনেমা প্রসঙ্গে জয়া বচ্চন বলেছিলেন—সিনেমাটি এমনিতেই ব্যর্থ। এমন সিনেমা ব্যর্থ হওয়ারই কথা। কারণ সিনেমার নাম। এ ধরনের নাম কখনো দর্শকমনে আগ্রহ তৈরি করতে পারে? 

প্রশ্ন রাখেন উপস্থিত দর্শক-শ্রোতাদের কাছে। তিনি জানতে চান— কতজন সিনেমাটি দেখবেন? খুব কমসংখ্যক দর্শক সিনেমা দেখার ইচ্ছাপ্রকাশ করলে বর্ষীয়ান অভিনেত্রী বলেন, তারই পাল্লা ভারি। তিনিও নাম শুনেই সিনেমাটি দেখেননি।

মন্তব্য করুন