শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিঅন্যান্যসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

আইসিইউতে জ্যাকলিনের মা কিম

বিনোদন ডেস্ক
  ০৩ এপ্রিল ২০২৫, ১২:৫০

গত কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের মা কিম ফার্নান্ডেজ। দিন কয়েক আগেই বিদেশে শুটিং ফেলে তড়িঘ়়ড়ি দেশে ফেরেন অভিনেত্রী। তারপর থেকে লীলাবতী হাসপাতালের বাইরে একাধিক বার দেখা গিয়েছে তাকে। 

বুধবার সকালে বাবাকে নিয়ে বিষণ্ণ মুখে হাসপাতালে প্রবেশ করেন অভিনেত্রী। খানিক মনমরা হয়ে বসে থাকতে দেখা যায় অভিনেত্রীর বাবাকে। শোনা যায়, জীবনের অন্যতম প্রিয় মানুষটিকে হারিয়ে ফেলেছেন নায়িকা। যদিও সেটা সত্যি নয়। স্ট্রোক হয়েছিল জ্যাকলিনের মায়ের। আপাতত আইসিইউতে রয়েছেন কিম।

মায়ের অসুস্থতার কারণে চলতি বছর আইপিএলে নিজের অনুষ্ঠান বাতিল করেন অভিনেত্রী। ২০২২ সালেও জ্যাকলিনের মায়ের শারীরিক অসুস্থতা প্রকাশ্যে আসে। সে বার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল তাঁর। 

সে সময় কিমকে বাহারিনের একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। পরিবারের সঙ্গে জ্যাকলিনের সুসম্পর্কের কথা অনুরাগীরা জানেন। বিশেষ করে মায়ের সঙ্গে তার সম্পর্ক নিয়ে একাধিক সাক্ষাৎকারে কথা বলেছেন জ্যাকলিন। 

একটি সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘‘আমার মা আমাকে সব সময় সমর্থন করেন। আমি তো পরিবারকে ছাড়াই মুম্বইয়ে থাকি। তাই মা কে খুব মিস্ করি। বাবা-মা আমার জীবনের সব থেকে বড় অনুপ্রেরণা।’’ গত কয়েক বছর ধরে আইনি জটিলতায় জড়িয়েছেন জ্যাকলিন। 

তা-ও আবার চর্চিত প্রেমিক সুকেশ চন্দ্রশেখরের কারণে। আর্থিক তছরুপে নাম জড়িয়েছে অভিনেত্রীর। জেলবন্দি প্রেমিক বিভিন্ন সময় ব্যক্তিগত তথ্য ফাঁস করার হুমকি দিয়েছেন তাঁকে।

মন্তব্য করুন