শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩২
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিঅন্যান্যসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩২

শাহরুখ-সালমানের ভবিষ্যদ্বাণী দিলো জ্যোতিষী

বিনোদন ডেস্ক
  ১২ মার্চ ২০২৫, ১৩:৫৬

শাহরুখ খানের সঙ্গে একটিই ছবি তার, ‘কভি হাঁ কভি না’। তাতে কী? সুচিত্রা কৃষ্ণমূর্তির খুব মনখারাপ শাহরুখ খানের জন্য। সম্প্রতি, জ্যোতিষী সুশীল কুমার সিংহ একটি অনুষ্ঠানে জানিয়েছেন, খুব খারাপ রোগে আক্রান্ত হবেন সালমান খান। 

শাহরুখের সে সব না হলেও একই বয়সে মৃত্যু হবে তার। ৬৭ বছর বয়সে মারা যাবেন তারা। জ্যোতিষীর আরও দাবি, কোষ্ঠী বিচার করে তিনি এ রকমই ইঙ্গিত পেয়েছেন।

জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী শুনে মুখে চিন্তার ছাপ দুই খানের অনুরাগীদের। সেই তালিকায় শাহরুখের নায়িকাও। তিনি রীতিমতো শাপশাপান্ত করেছেন। জানিয়েছেন, এই ধরনের ভুয়ো খবরে একেবারেই বিশ্বাস করা উচিত নয়। পাশাপাশি এ-ও দাবি তাঁর, জ্যোতিষশাস্ত্রের নামে যাঁরা এই ধরনের বুজরুকি করেন তাঁদের নিষিদ্ধ করে দেওয়া উচিত।

জ্যোতিষী যে ভুল কথা বলে লোককে বিপথে চালিত করছেন তার উদাহরণও দিয়েছেন তিনি। সুচিত্রার জন্ম নভেম্বরে। এই জ্যোতিষী নাকি এক অনুষ্ঠানে তাঁর জন্ম মার্চ মাসে বলেছিলেন! 

সুচিত্রার ক্ষোভ, “এঁদের চ্যানেল কর্তৃপক্ষ ব্যবহার করেন নিজেদের সুবিধার্থে। আর এঁরাও ভুলভাল কথা বলে সস্তায় বাজিমাত করেন।” তাঁর মতে, খ্যাতনামীদের নিয়ে ভবিষ্যদ্বাণী করা সব থেকে সহজ। কারণ, তাঁরা সচরাচর এ সব বিষয়ে মাথা ঘামান না। 

তাই চ্যানেল কর্তৃপক্ষের কাছে তাঁর অনুরোধ, সস্তায় প্রচার পেতে সাধারণ মানুষের মনে এই ধরনের নেতিবাচক অপপ্রচার ছড়ানো যুক্তিহীন। এতে অবশ্যই দ্রুত প্রচার মেলে। তবে নাগাড়ে এই ধরনের ভুল তথ্য পরিবেশিত হতে থাকলে আগামী দিনে তা চ্যানেলের পক্ষে বিপজ্জনক হয়ে উঠতে পারে।

মন্তব্য করুন