সকলকে চমকে দিয়ে বিয়ে করেছিলেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। ২০১৭ সালে ইটালিতে গিয়ে বিয়ে করেছিলেন তারকা দম্পতি।
সেই সময় থেকেই ‘ডেস্টিনেশন ওয়েডিং’ চল হয়ে দাঁড়ায়। কিন্তু বিয়ের অন্দরমহল নাকি বেশ ঘরোয়া ছিল। বিরাট-অনুষ্কার বিয়ের খুঁটিনাটি নিয়ে সম্প্রতি মুখ খুললেন চিত্রগ্রাহক জোসেফ রাধিক। তারকা দম্পতির বিয়ের ছবি তোলার দায়িত্বে তিনিই ছিলেন।
জোসেফ জানিয়েছেন, বিরাট ও অনুষ্কার বিয়ের আসর নাকি খুবই ঘরোয়া ছিল। বাড়ির জমায়েতের মতোই ছিল আবহ। সেই একই সালে জোসেফ নিজেও বিয়ে করেছিলেন। সেই বছরের ডিসেম্বর মাসে ছিল বিরুষ্কার বিয়ে।
জোসেফ বলেছেন, “বিরাট-অনুষ্কার বিয়ে ঠিক ঘরোয়া পার্টির মতোই মনে হয়েছিল। যে যার মতো করে স্বচ্ছন্দে ছিল।” বিয়ের আড়ম্বরের চাপে কারও অসুবিধা হয়নি। বরং স্বস্তিতে সকলে সময় কাটিয়েছিলেন বলে জানান চিত্রগ্রাহক।
বিরাট-অনুষ্কার বিয়েতে উপস্থিত ছিলেন মাত্র ৪০ জন। এর আগে বিবাহ-চিত্র নির্মাতা বিশাল পঞ্জাবিও বিরাট-অনুষ্কার বিয়ের প্রশংসা করেছিলেন।
তিনি বলেছিলেন, “ইটালির তাস্কানিতে বিয়ে করেছিলেন বিরাট ও অনুষ্কা। সত্যিই খুব সুন্দর ছিল সেই বিয়ের আসর। খুব কাছের কয়েক জন ছিলেন বিয়ের আসরে। ৪০ জনের মধ্যেই ছিলেন ওঁদের বাবা-মা, পরিবার এবং প্রসাধনী শিল্পী ও আমরা। বিয়ের সময়ে ওঁদের কেউ বিরক্ত করেনি।”
বিরাট-অনুষ্কার বিয়ের আবহ যেন কোনও স্বপ্নের দৃশ্যের মতো। জানিয়েছিলেন বিশাল। বিয়ের আসরেও বর ও কনের পোশাকের রঙের মতোই স্নিগ্ধতা ছিল বলে জানান তিনি। বর্তমানে বিরাট ও অনুষ্কা দুই সন্তান— ভামিকা ও অকায়ের বাবা-মা।
মন্তব্য করুন