শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিঅন্যান্যসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

মামা-মামির বিচ্ছেদ মানতে নারাজ ভাগ্নে

বিনোদন ডেস্ক
  ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:০১

বলিউডের অন্দরে গোবিন্দ ও তাঁর ভাগ্নে ক্রুষ্ণা অভিষেকের মতান্তর বহু বছর ধরে আলোচনার কেন্দ্রে। গোবিন্দের স্ত্রী সুনীতা আহুজা ও ক্রুষ্ণা একাধিক বার বাগবিতণ্ডায় জড়িয়েছেন প্রকাশ্যে। দু’জনেই একে অপরকে পারিবারিক সম্পর্ক নষ্ট করার কারিগর হিসাবে দাগিয়েছেন। 

যদিও সুনীতা বার বার অভিযোগের আঙুল তুলেছেন ভাগ্নে-বৌ ক্যাশ্মিরা শাহের দিকে। তিনি বিয়ে হয়ে আসা ইস্তক নাকি পরিবারে অশান্তি শুরু হয়। ক্রুষ্ণার সঙ্গে বিষিয়ে যায় তাঁদের সম্পর্ক। দীর্ঘ ৭ বছর কথা ছিল না মামা-ভাগ্নের। যদিও ক্রুষ্ণার বোন আরতির বিয়েতে মামার কর্তব্য পালন করেন গোবিন্দ। 

সেই সময় মামা শ্বশুরের পা ছুঁয়ে প্রণাম করে ভুল বোঝাবুঝি মিটিয়ে নেন ক্যাশ্মিরা। কিন্তু মামি শাশুড়ি সুনীতার সঙ্গে সম্পর্কে অনুকূলের কোনও লক্ষ্মণ দেখা যায়নি। এ বার মামা শ্বশুর ও মামি শাশুড়ির বিবাহবিচ্ছেদ প্রসঙ্গে কী বললেন ক্যাশ্মিরা?

বলিপাড়ার অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে, স্ত্রী সুনীতা আহুজার সঙ্গে গোবিন্দের ৩৭ বছরের দাম্পত্য সরু সুতোয় বেঁধে রয়েছে। যে কোনও মুহূর্তে তা ছিঁড়ে যেতে পারে। 

বহু দিন ধরেই ছাদ আলাদা হয়ে গিয়েছে গোবিন্দ এবং সুনীতার। একই বাড়িতে থাকেন না তাঁরা। ৬০ বছর বয়সে এসে নাকি পরকীয়ায় জড়িয়েছেন গোবিন্দ। প্রেমিকা বয়সে তাঁর চেয়ে অনেক ছোট। মরাঠি অভিনেত্রীর সঙ্গে সম্পর্কের কারণেই নাকি গোবিন্দ এবং সুনীতার বিয়ে ভাঙছে।

সুনীতার সাক্ষাৎকারে বিবাহবিচ্ছেদের ইঙ্গিত পাওয়া গেলেও এই বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। ইতিমধ্যেই পরিবারের লোকেরা একে একে এই খবর মানতে অস্বীকার করেছেন। 

ক্যাশ্মিরা বলেন, ‘‘আমার ওদের জীবন নিয়ে কোনও ধারণাই নেই। তবে এটা যে ভয়ঙ্কর একটা গুজব সেটা বলতে পারি।’’ মামা-মামির বিচ্ছেদ হতে পারে তা মানতে নারাজ ভাগ্নে ক্রুষ্ণা অভিষেকও।

মন্তব্য করুন