শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিঅন্যান্যসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

কৌশানী এখন ‘টক অফ দ্য টাউন’

বিনোদন ডেস্ক
  ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩৭

অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় নাকি ‘টক অফ দ্য টাউন’? নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের গত পুজোর ছবি ‘বহুরূপী’তে তার অভিনয় নতুন করে ভাবতে বাধ্য করেছে টলিউডকে। সৃজিত মুখোপাধ্যায়ের আগামী ছবি ‘কিলবিল সোসাইটি’তে তিনি অন্যতম মুখ্য অভিনেত্রী। একই ভাবে ছোট পর্দাও তাঁকে নিয়ে সমান আগ্রহী। জি বাংলার গানের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘সারেগামাপা’র চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে ২ মার্চ। 

সেই জায়গায় আসবে নাচের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘ডান্স বাংলা ডান্স’। খবর, সেখানে বিচারকের আসনে নতুন সংযোজন নাকি কৌশানী! আজ, মঙ্গলবার থেকেই এই অনুষ্ঠানের শুটিং শুরু হচ্ছে। মার্চ থেকে প্রতি শনি-রবিবার রাত সাড়ে ন’টায় জি বাংলায় সম্প্রচার।

ফোন বন্ধ তাঁর আপ্তসহায়ক দেবাশিস মুখোপাধ্যায়েরও। রিয়্যালিটি শো-এর পরিচালক অভিজিৎ সেন। তিনিও ফোন ধরেননি। যদিও টলিপাড়ার দাবি, অভিনেত্রীর বর্তমান জনপ্রিয়তাই তাঁকে বিচারকের আসনে বসাতে চলেছে। প্রসঙ্গত, ‘ডান্স বাংলা ডান্স’-এ এ বারেও দেখা যাবে ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তীকে। এ খবর প্রথম জানিয়েছিল আনন্দবাজার অনলাইন।

আরও খবর, এই রিয়্যালিটি শো দিয়ে অনেক দিন পরে ছোট পর্দায় ফিরছেন যিশু সেনগুপ্ত। কৌশানীর মতোই তিনিও বিচারকের আসনে। একই ভাবে বিচারকের আসনে দেখা যাবে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কেও। গত কয়েক বছর ধরে তিনি এই বিশেষ অনুষ্ঠানের বিচারকের আসনে বসছেন। 

এর আগে তাঁর সঙ্গে বিচারকের আসনে দেখা গিয়েছে শ্রাবন্তী চট্টোপাধ্যায়, পূজা বন্দ্যোপাধ্যায়, মৌনী রায়কেও। খবর, এখনও পর্যন্ত তাঁদের নাম তালিকায় নেই। তবে এ বারেও সঞ্চালনায় অঙ্কুশ হাজরা। এর আগে শোনা গিয়েছিল, দেব রিয়্যালিটি শো-এ বিচারকের আসনে থাকতে পারেন। অনেক বছর আগে যেমন ভাবে মিঠুন চক্রবর্তীর সঙ্গে তাঁকে এই মঞ্চে দেখা যেত। দেবের হাতে এই মুহূর্তে রয়েছে অনেকগুলি ছবির কাজ। সম্ভবত সেই কারণেই তিনিও যোগ দিতে পারছেন না।

মন্তব্য করুন