দেশীয় শোবিজের কিংবদন্তি অভিনেতা আসাদুজ্জামান নূর ১৯৪৬ সালের আজকের দিনে নীলফামারী জেলায় জন্মগ্রহণ করেন। আজ ৩১ অক্টোবর ৭৪ বছরে পা রেখেছেন তিনি।
আসাদুজ্জামান নূরের অভিনয় জীবনের শুরু হয় ১৯৭২ সালে ‘নাগরিক’ নাট্যদলের মাধ্যমে। এই নাট্যদলের ১৫টি নাটকে তিনি ৬০০ বারের বেশি অভিনয় করেছেন। অভিনয় দিয়ে মুগ্ধ করেছেন টেলিভিশন ও সিনেমায়ও।
আসাদুজ্জামান নূর রাজনীতিতে যোগদান করেন ১৯৬৩ সালে তদানীন্তন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নে যোগদানের মাধ্যমে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন তিনি। দেশ স্বাধীনের পর যোগ দেন কমিউনিস্ট পার্টিতে।
দীর্ঘদিন প্রত্যক্ষ রাজনীতি থেকে নিজেকে বিরত রেখে সংস্কৃতিকর্মী হিসেবে বিভিন্ন আন্দোলনে সক্রিয় থেকেছেন। ১৯৯৮ সালের মাঝামাঝি সময়ে তিনি আবারও প্রত্যক্ষ রাজনীতিতে যুক্ত হন এবং বাংলাদেশ আওয়ামী লীগে যোগদান করেন। বর্তমানে তিনি নীলফামারী-২ আসন থেকে এ নিয়ে চারবার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। আগের মেয়াদে দায়িত্ব পালন করেছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রীর দায়িত্বও।
অভিনয় আর রাজনীতিবিদের বাইরে আবৃত্তিকার হিসেবেও খ্যাতি রয়েছে আসাদুজ্জামান নূরের। সংস্কৃতিতে অবদান রাখার জন্য ২০১৮ সালে পেয়েছেন স্বাধীনতা পুরস্কার।
মন্তব্য করুন