শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিঅন্যান্যসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১

এবার পোষ্য কোটা বাতিল করলো রাবি

নিজস্ব প্রতিবেদক
  ০৩ জানুয়ারি ২০২৫, ০০:০৬
ছবি-সংগৃহীত

১১ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পোষ্য কোটা বাতিলের সিদ্ধান্ত মেনে নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন। শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে প্রায় ৩০ মিনিটের একটি বৈঠকে এই সিদ্ধান্তে নিয়েছে প্রশাসন।

এদিকে, প্রশাসনের পোষ্য কোটা বাতিলের সিদ্ধান্তে আন্দোলনরত শিক্ষার্থীরা বিজয় উল্লাসে মেতেছেন। জানা গেছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে আর কোনো পোষ্য কোটা থাকছে না রাজশাহী বিশ্ববিদ্যালয়ে।

এর আগে, বুধবার (১ জানুয়ারি) রাতে কোটা বাতিলের জন্য ১৫ ঘণ্টার আল্টিমেটাম দেন শিক্ষার্থীরা। তবে কোনো সিদ্ধান্ত না আসায় পূর্বনির্ধারিত ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল ১০টার দিকে প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে আন্দোলন করেন তারা।

এছাড়াও সকাল ৯টা ৪৫ মিনিটে প্রশাসন ভবনের সামনে অবস্থান নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। তারা ৯টা ৫০ মিনিট থেকে মাইকে প্রশাসন ভবন থেকে সবাইকে বের হয়ে যাওয়ার আহ্বান জানান। তবে প্রশাসন ভবনে অবস্থানকারীরা বের হননি। 

এরপর ১০টা বাজার সঙ্গে সঙ্গে প্রশাসন ভবনের গেটে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। এতে প্রায় শতাধিক কর্মকর্তা-কর্মচারী অবরুদ্ধ হয়ে পড়েন।

গত এক মাস ধরে পোষ্য কোটা বাতিলের দাবিতে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা। দাবির প্রেক্ষিতে আসন্ন ভর্তি পরীক্ষায় শিক্ষক ও কর্মকর্তাদের সন্তানদের কোটা বাতিল করে কেবল সহায়ক ও সাধারণ কর্মচারীদের সন্তানদের জন্য ১ শতাংশ কোটা পুনর্নির্ধারণ করে রাবি প্রশাসন। তবে শিক্ষার্থীরা পোষ্য কোটা পুরোপুরি বাতিল চান।

মন্তব্য করুন