ক্যাম্পাসের অভ্যন্তরে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় দুই দিনের আল্টিমেটাম শেষে রেজিস্ট্রার ভবনে তালা দিয়ে অবরোধ করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫৩ ব্যাচের শিক্ষার্থীরা।
রোববার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে রেজিস্ট্রার ভবনের দুই গেটে তালা ঝুলিয়ে সেখানে বসে অবরোধ কর্মসূচি পালন করছেন তারা। এতে রেজিস্ট্রার ভবনে সকল ধরনের প্রবেশ-প্রস্থান বন্ধ রয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার রাতে মশাল মিছিল শেষে অপরাধী রিকশা চালককে শনাক্ত করে আইনের আওতায় আনতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দুই দিনের (শুক্র-শনি) আল্টিমেটাম দেন তারা।
সরেজমিনে দেখা যায়, রেজিস্ট্রার ভবনের সামনে বসে- ‘তুমি কে আমি কে, রাঁচি রাঁচি,’ ‘আমার বোন কবরে, প্রশাসন কী করে?’, ‘রাঁচির ভাই-বোন, এক হও এক হও’, ‘জাস্টিস জাস্টিজ, উই ওয়ান্ট জাস্টিস’ ইত্যাদি স্লোগান দিচ্ছেন তারা।
অবরোধে অবস্থান নেওয়া বাংলা বিভাগের ৫৩ ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ মাহাদী বলেন, আমাদের বোন রাঁচি গত ১৯ তারিখে মারা যাওয়ার পর থেকে ক্যাম্পাসে আমাদের নানা কর্মসূচি চলমান ছিল। আমাদের সর্বশেষ কর্মসূচি ছিল বৃহস্পতিবার মশাল মিছিল।
সেই মশাল মিছিলে আমরা দাবি জানিয়েছিলাম যাতে অপরাধী চালককে খুঁজে বের করে আইনের আওতায় আনা হয়। এজন্য আমরা প্রশাসনকে দুই দিনের সময়ও দিয়েছি। কিন্তু তারা কোনো কার্যকর ব্যবস্থা নিতে পারেনি। এমনকি এ বিষয়ে আমাদের আশ্বাসও দিতে পারেনি।
মন্তব্য করুন