বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১

শিক্ষক নিয়োগে শিগগিরই বড় ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
  ০২ নভেম্বর ২০২৪, ১৮:৩৭

শিক্ষক নিয়োগ নিয়ে শিগগিরই বড় ঘোষণা দিতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। সারাদেশে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পদে প্রায় ১ লাখ শিক্ষক নিয়োগ দিতে জারি করা হবে গণবিজ্ঞপ্তি। এ নিয়োগের প্রক্রিয়া শুরু হবে ডিসেম্বর মাসে। এজন্য সম্প্রতি শিক্ষাপ্রতিষ্ঠানের শূন্য পদের চাহিদার তথ্য চেয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

জানা গেছে, ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা প্রায় ১ লাখ হতে পারে। এ সম্পর্কে এনটিআরসিএ বলছে, পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রায় ৯৭ হাজার পদের মধ্যে পূরণ হয়েছে মাত্র সাড়ে ১৯ হাজার পদ। 

এখনো ৭৭ হাজার ৫০০ পদ ফাঁকা। এদিকে চলতি বছর অবসরের কারণে ২০ থেকে ২৫ হাজার নতুন পদ সৃষ্টি হয়েছে হয়েছে। আগামী তিন মাসের মধ্যে এ বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে বলে জানা গেছে। 

গত ৩০ অক্টোবর এনটিআরসিএ অনলাইনে শিক্ষকদের শূন্য পদের চাহিদা আহ্বান করে। ১০ নভেম্বর পর্যন্ত ই-রিকুইজিশনের এ কার্যক্রমে তথ্য দেওয়া যাবে। অনলাইনে চাহিদা ফি জমা দেওয়া যাবে ১৩ নভেম্বর পর্যন্ত।

এবারই প্রথমবারের মতো আগামী তিন বছরের (৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত) সম্ভাব্য শূন্য পদের চাহিদা পাঠাতে বলা হয়েছে। এরই মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য হালনাগাদ কার্যক্রম (ই-রেজিস্ট্রেশন) শেষ করে এনটিআরসিএ।

এনটিআরসিএ সচিব এ এম এম রিজওয়ানুল হক বলেন, এরই মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানের ই-রেজিস্ট্রেশন শেষে শিক্ষকদের শূন্য পদের চাহিদা আহ্বান করা হয়েছে। শূন্য পদের চাহিদা পাওয়ার পর তা যাচাই-বাছাই শেষে গণবিজ্ঞপ্তি প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন চাওয়া হবে। অনুমোদন পেলে আগামী তিন মাসের মধ্যে বিজ্ঞপ্তি জারি করা সম্ভব হবে।

মন্তব্য করুন