বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১

সাত কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন গঠনের আল্টিমেটাম

নিজস্ব প্রতিবেদক
  ২৬ অক্টোবর ২০২৪, ১৮:০১
ছবি-সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সাত কলেজ সংস্কার কমিশন প্রত্যাখ্যান করে ‘বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন’ গঠন করার জন্য তিনদিনের আল্টিমেটাম দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

শনিবার বিকেলে ঢাকা কলেজ অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা। 

সাত কলেজ সংস্কারে একাডেমিক ও প্রশাসনিক সমস্যা নিরসনে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক ১৩ সদস্যের কমিটিতে কোনো শিক্ষার্থী প্রতিনিধি না থাকায় সাত কলেজের শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেন। আগামী মঙ্গলবারের (২৯ অক্টোবর) মধ্যে সাত কলেজকে নিয়ে বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন গঠনের না করা হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেন তারা। 

সংবাদ সম্মেলনে সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তরের টিমের অন্যতম প্রতিনিধি সাবরিনা সুলতানা শিক্ষার্থীদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ ও পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন। এ সময় ঢাবি অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থী প্রতিনিধিসহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীরা বলেন, আমরা শিক্ষার্থীরা সাত কলেজ সংস্কার কমিটিকে প্রাথমিকভাবে স্বাগত জানাচ্ছি। তবে এ কমিটির লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে কিছুই উল্লেখ নেই। কার্যপরিধিতে সংস্কারের কথা থাকলেও আমরা মূলত সংস্কার চাচ্ছি না। আমরা এখন সাত কলেজের সমন্বয়ে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের দাবির আন্দোলন করছি। আমাদের দাবির সঙ্গে প্রাসঙ্গিক না হওয়ায় ১৩ সদস্যের কমিটিকে প্রত্যাখ্যান করছি। 

দাবি আদায়ে পরবর্তী  কর্মসূচি সম্পর্কে শিক্ষার্থীরা বলেন, অনতিবিলম্বে সাত কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন গঠন করতে হবে। সেই কমিশনে শিক্ষার্থী প্রতিনিধি যুক্ত করতে হবে। আগামী তিনদিন সাত কলেজের সমন্বয়ে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আমাদের কর্মসূচি চলমান থাকবে। গ্রাফিতি অঙ্কন, গণসংযোগ কর্মসূচি এবং আগামী মঙ্গলবার দুপুর তিনটায় শিক্ষার্থী সমাবেশ ঘোষণা করেন।

উল্লেখ্য, গত ২২ অক্টোবর সাত কলেজ সংকট সমাধানে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ১৩ সদস্যের কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয়। 

মন্তব্য করুন