শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

অনার্স পরীক্ষায় প্রথম শ্রেণিতে উত্তীর্ণ আবু সাঈদ

নিজস্ব প্রতিবেদক
  ২০ অক্টোবর ২০২৪, ১৮:২৯

অনার্স চূড়ান্ত পরীক্ষায় প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ। 

তিনি সিজিপিএ ৩.৩০ পেয়ে সম্মিলিত মেধাতালিকায় ১৪তম স্থান অধিকার করেছেন। রোববার (২০ অক্টোবর) দুপুরে বেরোবি উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলীর অনুমোদনক্রমে ফলাফল প্রকাশ করা হয়।

উপাচার্য বলেন, মেধাবী শিক্ষার্থী শহীদ আবু সাঈদ আজ নেই। ৬৯ জন শিক্ষার্থীর মাঝে আবু সাঈদ মেধাতালিকায় ১৪তম স্থান অধিকার করেছে। এটা বিশ্ববিদ্যালয়ের সকলের ভালো লাগার বিষয়। কিন্তু তার অনুপস্থিতিতে পুরো বিশ্ববিদ্যালয় শোকাহত। এসময় তিনি আবু সাঈদের আত্মার মাগফেরাত কামনা করেন।

গত ১৬ জুলাই পুলিশের গুলিতে নিহত হন বেরোবি ইংরেজি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু সাঈদ। আবু সাঈদ নিহত হওয়ার পর সারা দেশে আন্দোলন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এর ধারাবাহিকতায় গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়।

মন্তব্য করুন