শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিসারাদেশমতামতস্বাস্থ্যরাজধানীপাঠকের কথাআবহাওয়াফিচারশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১

লক্ষ্মীপুরে গরমে শ্রেণিকক্ষে ১৫ শিক্ষার্থী অসুস্থ

নিজস্ব প্রতিবেদক
  ০৬ জুন ২০২৪, ০০:৫৬

লক্ষ্মীপুরের রায়পুরে পাঠদান চলাকালে অতিরিক্ত গরমে একটি বিদ্যালয়ের শ্রেণিকক্ষেই অন্তত ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। প্রথমে ৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

পরে সেখান থেকে তাদেরকে স্থানীয় প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়। অন্যরা বাড়িতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে। এর মধ্যে ৪ জনকে হাসপাতাল ভর্তি করা হয়।

বুধবার (৫ জুন) রাত ৯টার দিকে রায়পুর জনকল্যাণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম বিষয়টি নিশ্চিত করেন। অসুস্থ শিক্ষার্থীরা একই বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিতে অধ্যয়নরত।

পাঠদান চলাকালে রায়পুর উপজেলার রায়পুর ইউনিয়নের জনকল্যাণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অতিরিক্ত গরমে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা শিক্ষার্থীরা হলো- সানজিদা আক্তার, মোহসেনা আক্তার, ঝর্ণা আক্তার, নুসরাত জাহান, রিয়া আক্তার, ফারিয়া সুলতান, সিমা, ইভা ও নুহা। অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম বলেন, অতিরিক্ত গরম পড়ায় বিদ্যালয়ে ৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। তাৎক্ষণিক তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়। অন্যরা বাড়িতে গিয়ে অসুস্থ হয়।

এর মধ্যে ৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। ২-৩ জন হাসপাতালে আছে। ঠান্ডা পরিবেশে থাকলে তারাও দ্রুত সুস্থ হয়ে উঠবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি খোরশেদ আলম দেওয়ান বলেন, গরমে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়লে শিক্ষকরাই তাদেরকে হাসপাতালে ভর্তি করে। শিক্ষকরা সার্বক্ষণিক তাদের পাশে ছিল। এখন সবাই সুস্থ আছে।

রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক পিযুষ কান্তি দাস বলেন, অতিরিক্ত গরমে শরীরে পানিশূন্যতা দেখা দেয়। এই পানিশূন্যতার কারণেই শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়েছে। ঠান্ডা পরিবেশে থাকলেই দ্রুত সুস্থ হয়ে উঠবে।

মন্তব্য করুন