বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিঅন্যান্যসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২

এসএসসি পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিতির হার ০.৯৪ শতাংশ

নিজস্ব প্রতিবেদক
  ১০ এপ্রিল ২০২৫, ১৮:১৩
ছবি-সংগৃহীত

এসএসসি পরীক্ষা শুরুর দিনে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে পাঁচ জেলায় এক হাজার ১৭৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। অনুপস্থিতির হার প্রায় শূন্য দশমিক ৯৪ শতাংশ।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) অনুষ্ঠিত বাংলা প্রথমপত্র পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চট্টগ্রাম জেলায় ৭৮৭ জন, কক্সবাজারে ১৯০, রাঙ্গামাটিতে ৬১, খাগড়াছড়িতে ৮৫ ও বান্দরবানে ৫০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

চট্টগ্রাম শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, এসএসসি পরীক্ষার প্রথম দিনে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে এক লাখ ২৪ হাজার ৪৪৪ জন পরীক্ষার্থীর পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। তবে ২১৯টি কেন্দ্রে পরীক্ষা দিয়েছে এক লাখ ২৩ হাজার ২৭১ জন।

এরমধ্যে চট্টগ্রামের ১২৮টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয় ৮৮ হাজার ৮২৮ জন, কক্সবাজারের ৩১টি কেন্দ্রে ১৮ হাজার ৭৮ জন, রাঙ্গামাটির ২১টি কেন্দ্রে ৬ হাজার ৯০ জন, খাগড়াছড়ির ২৪টি কেন্দ্রে ৬ হাজার ৩৮৭ এবং বান্দরবানের ১৫টি কেন্দ্রে ৩ হাজার ৮৮৮ জন পরীক্ষায় অংশ নেয়।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী বলেন, এসএসসির বাংলা প্রথমপত্রের পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। এ পরীক্ষায় অনুপস্থিত ছিল এক হাজার ১৭৩ জন। এছাড়া অন্য সব পরীক্ষা কেন্দ্রের সার্বিক পরিস্থিতি ভালো ছিল বলে জানান তিনি।

মন্তব্য করুন