বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিঅন্যান্যসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২

এসএসসি পরীক্ষা শুরু

নিজস্ব প্রতিবেদক
  ১০ এপ্রিল ২০২৫, ১১:০৫

আজ থেকে সারাদেশে একযোগে শুরু হয়েছে ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা। সকাল ১০টায় শুরু হওয়া পরীক্ষার প্রথমদিন এক ঘণ্টা আগেই কেন্দ্রে প্রবেশের সুযোগ দেওয়া হয়। কেন্দ্রের আশপাশে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় রাজধানীর মতিঝিলে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এমন চিত্র দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, সকাল ৯টা থেকেই পরীক্ষার্থীরা সারিবদ্ধভাবে কেন্দ্রে প্রবেশ করছেন। পরীক্ষার্থীদের শুধু কলম, পেন্সিল, রাবার, স্কেল, ফাইল ও প্রবেশপত্র সঙ্গে রাখতে দেওয়া হচ্ছে। কেন্দ্রের বাইরে অপেক্ষা করছেন অভিভাবকরা।

কেন্দ্রে প্রবেশের আগে কথা হয় পরীক্ষার্থী সেজানের সঙ্গে। তিনি বলেন, ‘এবার একটু ভিন্ন পরিবেশে পরীক্ষা হচ্ছে। নিরাপত্তা অনেক বেশি, গার্ডরাও কড়া। তবে প্রস্তুতি ভালো, বাকিটা আল্লাহ ভরসা।’

অভিভাবক শাহদা সুলতানা বলেন, ‘এবারের পরিস্থিতি অনেকটা ভিন্ন। আমার আরেক সন্তানও দুই বছর আগে এসএসসি দিয়েছে, সেবার এত আয়োজন ছিল না। এ বছর নিরাপত্তা ব্যবস্থা ও কেন্দ্রের অবস্থা অত্যন্ত সুশৃঙ্খল। আশা করছি আমার ছেলেও ভালো পরীক্ষা দেবে।’

পরীক্ষার্থী এহছান বলেন, ‘তিন ঘণ্টার পরীক্ষা অবশ্যই চ্যালেঞ্জিং। সবাই আশা করে এমসিকিউ যেন কমন আসে। তবে ভালো প্রস্তুতি নেওয়ার চেষ্টা করেছি। এখন কেন্দ্রে বুঝতে পারবো আসলে প্রস্তুতি কেমন হয়েছে।’

অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা যায়, পরীক্ষার্থীরা সুশৃঙ্খল পরীক্ষার প্রত্যাশায় ভালোভাবে প্রস্তুতি নিয়েছে। তারা বেশ আশাবাদী।

এদিন মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের তিনটি গেট দিয়ে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করানো হয়। বাইরের কাউকে এসব গেট দিয়ে প্রবেশের সুযোগ দেওয়া হয়নি। শিক্ষকরা জানিয়েছেন, আজ এক ঘণ্টা আগে কেন্দ্রে প্রবেশের সুযোগ দেওয় হলেও পরবর্তী পরীক্ষাগুলোতে গেট খোলা হবে পরীক্ষা শুরুর আধাঘণ্টা আগে।

মন্তব্য করুন