রাজনৈতিক অস্থিরতা ও ডলার সংকটেও কার্গো ও কন্টেইনার হ্যান্ডলিংয়ে নতুন রেকর্ড করেছে চট্টগ্রাম বন্দর। আগের বছরের তুলনায় ২০২৪ সালে কন্টেইনার হ্যান্ডলিং বেড়েছে ২ লাখ আট হাজার ৯৩ টিইইউস (প্রতিটি ২০ ফুট দৈর্ঘ্যের কন্টেইনার)। আর কার্গো হ্যান্ডলিং এক বছরে বেড়েছে ২৯ লাখ ১৮ হাজার ২৯০ মেট্রিক টন। চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক জানান বলেন, অতীতের যেকোনো সময়ের তুলনায় কন্টেইনার ও কার্গো হ্যান্ডলিংয়ে চট্টগ্রাম বন্দর রেকর্ড করেছে। এটি বন্দরের সক্ষমতার বহিঃপ্রকাশ। এজন্য স্টেক হোল্ডারদের পাশাপাশি বন্দরের শ্রমিক-কর্মকর্তা ও কর্মচারীদের ভূমিকা রয়েছে। বন্দর কর্তৃপক্ষের তথ্য বলছে, ২০২৪ সালের ২৯ ডিসেম্বর পর্যন্ত আমদানি-রপ্তানি মিলিয়ে কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে ৩২ লাখ ৫৮ হাজার ৮৮৬ টিইইউস (প্রতিটি ২০ ফুট দৈর্ঘ্যের কন্টেইনার)। গত বছরে (২০২৩) এর পরিমাণ ছিল ৩০ লাখ ৫০ হাজার ৭৯৩ টিইইউস।
২০২২ সালে ৩১ লাখ ৪২ হাজার ৫০৪ টিইইউস, ২০২১ সালে ৩২ লাখ ১৪ হাজার ৫৪৮ টিইইউস এবং ২০২০ সালে ২৮ লাখ ৩৯ হাজার ৯৭৭ টিইইউস কন্টেইনার হ্যান্ডলিং হয়েছিল। ২০২৪ সালের ২৯ ডিসেম্বর পর্যন্ত চট্টগ্রাম বন্দর কার্গো (খোলা পণ্য) হ্যান্ডলিং করেছে ১২ কোটি ৩১ লাখ ৪৮ হাজার ৫৮৩ টন। ২০২৩ সালে হ্যান্ডলিং করেছিল ১২ কোটি ২ লাখ ৩০ হাজার ২৯৩ টন খোলা পণ্য। চট্টগ্রাম বন্দরে ২০২২ সালে ১১ কোটি ৯৬ লাখ ৬৫ হাজার ৬৮২ টন, ২০২১ সালে ১১ কোটি ৬৬ লাখ ১৯ হাজার ১৫৮ টন এবং ২০২০ সালে ১০ কোটি ৩২ লাখ ৯ হাজার ৭২৪ টন কার্গো হ্যান্ডলিং করেছে। গেল বছরে বন্দরে জাহাজ এসেছে ৩ হাজার ৮৫৭টি। এর আগের বছরে জাহাজ এসেছিল ৪ হাজার ১০৩টি। ২০২২ সালে ৪ হাজার ৩৬১টি, ২০২১ সালে ৪ হাজার ২০৯টি এবং ২০২০ সালে জাহাজ আসে ৩ হাজার ৭২৮টি।
মন্তব্য করুন