অনলাইনে আয়কর প্রদানে উৎসাহিত করতে এবং করদাতাদের রিটার্ন দাখিল সহজ করতে ই-রিটার্ন সিস্টেমের আওতায় কার্ড, ইন্টারনেট ব্যাংকিং ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) বা পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) ওয়ালেটের মাধ্যমে লেনদেনের ক্ষেত্রে সুনির্দিষ্ট ফি নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অনুরোধে কেন্দ্রীয় ব্যাংক থেকে বুধবার (১৩ নভেম্বর) এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।
কার্ড পেমেন্ট ও ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করে ২৫ হাজার টাকা পর্যন্ত লেনদেনে গ্রাহকের কাছ থেকে লেনদেন প্রতি ভ্যাটসহ সর্বোচ্চ ২০ টাকা এবং ২৫ হাজার টাকার ওপরে লেনদেন প্রতি ভ্যাটসহ সর্বোচ্চ ৫০ টাকা আদায় করা হবে।
এমএফএস বা পিএসপি ওয়ালেট ব্যবহার করে লেনদেনের ক্ষেত্রে গ্রাহকের কাছ থেকে লেনদেন প্রতি ১ শতাংশ বা ভ্যাটসহ সর্বোচ্চ ৩০ টাকা ফি নেওয়া হবে। এই লেনদেনের বিপরীতে কোনো চার্জব্যাক প্রযোজ্য হবে না।
দেশের সব তফসিলি ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস প্রোভাইডার, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার, পেমেন্ট সিস্টেম অপারেটর ও বাংলাদেশে কার্যরত আন্তর্জাতিক পেমেন্ট স্কিমকে অবিলম্বে নতুন ফি কাঠামো বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।
এনবিআর জানায়, ২০২৪-২৫ করবর্ষের রিটার্ন দাখিল ও কর পরিপালন সহজীকরণের লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড গত ৯ সেপ্টেম্বর থেকে করদাতাদের জন্য অনলাইন রিটার্ন দাখিল সিস্টেম (ই-রিটার্ন) উন্মুক্ত করে। এখন থেকে ওই সিস্টেমের মাধ্যমে নির্ধারিত চার্জ দিয়ে অনলাইনেই আয়কর পরিশোধ করতে পারবেন করদাতারা।
এই উদ্যোগ কর পরিশোধের ক্ষেত্রে গ্রহণযোগ্যতা বৃদ্ধি করবে এবং আরও বেশি করদাতাদের ই-রিটার্ন সিস্টেম ব্যবহারে উৎসাহিত করবে বলে আশা করা হচ্ছে।
মন্তব্য করুন