শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

মুন্নী সাহার ব্যাংক হিসাব জব্দ

নিজস্ব প্রতিবেদক
  ০৬ অক্টোবর ২০২৪, ২৩:১৮
ছবি- সংগৃহীত

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ ও তার পরিবারের ব্যাংক হিসাব জব্দ করেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। একইদিন সিনিয়র সাংবাদিক মুন্নী সাহার ব্যাংক হিসাব তলব করেছে সংস্থাটি।

রোববার (৬ অক্টোবর) বিএফআইইউর পৃথক চিঠিতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে এ নির্দেশনা দেয় বিএফআইইউ।

চিঠিতে বলা হয়েছে, মাহবুবউল আলম হানিফ ও তার পরিবারের সদস্য এবং তাদের ব্যক্তি মালিকানাধীন স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব স্থগিত থাকবে। হিসাব জব্দ করা ব্যক্তি ও তাদের ব্যক্তি মালিকানা ব্যবসায়িক হিসাবে আগামী ৩০ দিন সব লেনদেন বন্ধ থাকবে। প্রয়োজনে লেনদেন স্থগিত করার সময় বাড়ানো হবে।

মুন্নী সাহার হিসাব তলব

সাংবাদিক মুন্নী সাহার ব্যাংক হিসাব তলব করেছে বিএফআইইউ। সংস্থাটি জানায়, লেনদেন তলব করার এ নির্দেশের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে। মুন্নী সাহার নাম ও পাসপোর্টের তথ্য দেওয়া হয়েছে বিএফআইইউর চিঠিতে।

হিসাব তলব করা ব্যক্তির (হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণীসহ আমানত, ঋণ, লকার, ক্রেডিট কার্ড, ফরেন ট্রেড, অফশোর ব্যাংকিং) লেনদেন হিসাব ৭ অক্টোবরের মধ্যে বিএফআইইউতে পাঠাতে বলা হয়েছে।

মন্তব্য করুন