শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিঅন্যান্যসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

ঢাকায় ১৭তম আন্তর্জাতিক প্লাস্টিক মেলা শুরু

নিজস্ব প্রতিবেদক
  ১২ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৫৫

ঢাকায় শুরু হয়েছে ১৭তম আন্তর্জাতিক প্লাস্টিক মেলা। ৪ দিনব্যাপী এ মেলা রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)’র সুবিশাল ‘আইসিসিবি এক্সপো ভিলেজ বাংলাদেশ’-এ শুরু হয়েছে।

 আজ সকালে মেলা উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাণিজ্য সচিব (রুটিন দায়িত্ব) মো. আব্দুর রহিম খান, সার্ক চেম্বার কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. জসিম উদ্দিন, বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিপিজিএমইএ) সভাপতি সামিম আহমেদসহ আরও অনেকে। 
 
অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘প্লাস্টিক ভালোও আছে এবং খারাপও আছে। তবে আমাদের করণীয় হচ্ছে এই ভালো প্লাস্টিককে প্রমোট করা। পরিবেশের জন্য যে প্লাস্টিকগুলো খারাপ তা থেকে আমাদের পরিত্রাণ পেতে হবে। একই সঙ্গে পাটসহ অন্যান্য যে সম্ভাবনাময় পণ্য রয়েছে এসবের ব্যবহার বাড়ানো। যে সকল পণ্য প্যাকেজিং ছাড়া ব্যবহার করা যায়, সেগুলোকে প্যাকেজিং ছাড়াই ব্যবহার করা উচিত।’

বিশেষ অতিথির বক্তব্যে সার্ক চেম্বার কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, ‘বাংলাদেশে প্লাস্টিক ইন্ডাস্ট্রি একটি সম্ভাবনাময় শিল্প হয়ে উঠেছে। বর্তমানে প্লাস্টিক ছাড়া কোনো কিছু চিন্তা করা যায় না। মোটামুটি সব কিছুতেই প্লাস্টিক ব্যবহার হয়, এমনকি কাপড় তৈরিতে পর্যন্ত প্লাস্টিকের ব্যবহার হয়ে থাকে। মোটকথা একটি দেশের উন্নয়ন বুঝা যায় প্লাস্টিকের ব্যবহারের মধ্য দিয়ে।’

এই মেলায় দেশি-বিদেশি আট শতাধিক স্টল রয়েছে। এতে স্বাগতিক বাংলাদেশ, চীন, জার্মানি, ভারত, ইতালি, ভিয়েতনাম, তুরস্ক, জাপানসহ বিভিন্ন দেশের কোম্পানি তাদের পণ্য ও প্রযুক্তি প্রদর্শন করছে। বাংলাদেশ প্লাস্টিক পণ্য প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিপিজিএমইএ) এবং হংকংভিত্তিক প্রতিষ্ঠান ইয়োকার্স ট্রেড অ্যান্ড মার্কেটিং সার্ভিস যৌথভাবে মেলাটির আয়োজন করছে।

মন্তব্য করুন