অ্যাডহক কমিটিতে নাম প্রস্তাবসহ ‘সভাপতি করা না হলে’ প্রধান শিক্ষককে প্রাণনাশের হুমকি দিয়েছেন এক যুবদল নেতা— এমনটাই অভিযোগ উঠেছে। ভুক্তভোগী শিক্ষকের নাম মো. কালাম হোসেন তালুকদার। আর অভিযুক্ত নেতা বরগুনার বামনা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রায়হানা নাজির ধলু।
ভুক্তভোগী শিক্ষকের অভিযোগ, ম্যানেজিং কমিটির সভাপতি পদে ধলুকে নির্বাচিত করা না হলে তাকে স্কুল থেকে বের করে দেওয়ার হুমকি দেওয়া হয়। এমনকি তার ওপর সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছে বলেও অভিযোগ করেন তিনি। এ বিষয়ে তিনি বরগুনা জেলা প্রশাসক ও উপজেলা অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ দেবেন বলে জানান।
কালাম হোসেন তালুকদারের ভাষ্য, ‘হলতা ডৌয়াতলা মাধ্যমিক বিদ্যালয়’ বামনা উপজেলার অন্যান্য স্কুলের চেয়ে শিক্ষা-দীক্ষা ও ফলাফলে অনেকটা এগিয়ে। পূর্বে এই শিক্ষাপ্রতিষ্ঠানে কখনোই রাজনৈতিক প্রভাব দেখিনি। দীর্ঘদিন এখানে সভাপতি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হাসান খান। গত বছরের ৫ আগস্টের পর বিএনপি মুষ্টিমেয় কিছু নেতাকর্মী দ্বারা বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছি।
তিনি বলেন, স্কুলে ম্যানেজিং কমিটিতে প্রস্তাবিত সভাপতি নামের তালিকা বোর্ডে পাঠানোর প্রক্রিয়া চলছে। চলতি বছরের ২২ জানুয়ারি সন্ধ্যায় ধলুসহ ৩০-৪০ জন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ করেন। আমার কাছে ফরম জমা দিয়ে বলেন, তাকে প্রস্তাবিত কমিটির সভাপতি তালিকায় নাম পাঠানোর জন্য। অন্য কোনো নাম যেন না আসে, তিনি সভাপতি হবেন। যদি সভাপতি না করা হয়, তাহলে আমাকে স্কুল থেকে বের করে দেওয়াসহ প্রাণনাশের হুমকি দেন।
ঘটনার সত্যতা জানতে রায়হান নজির ধলুকে ফোন দিলে তিনি ‘কোনো মন্তব্য না করে’ লাইন কেটে দেন।
বামনা থানার অফিসার ইনচার্জ হারুন অর রশীদ হাওলাদার বলেন, ‘আমাদের কাছে লিখিত কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
মন্তব্য করুন