বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১

এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যানের লেনদেন বন্ধ

নিজস্ব প্রতিবেদক
  ১৫ নভেম্বর ২০২৪, ০০:২৪
ছবি-সংগৃহীত

বেসরকারি খাতের এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান পারভেজ তমালসহ ৩ কর্মকর্তার ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। অন্য ২ কর্মকর্তা হলেন, ব্যাংকটির নির্বাহী কমিটির সাবেক চেয়ারম্যান মো. আদনান ইমাম ও ফাইন্যান্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ডিভিশনের ভাইস প্রেসিডেন্ট জাফর ইকবাল হাওলাদার। 

এসব হিসাবে এখন থেকে কোনো লেনদেন করা যাবে না। একই সঙ্গে এদের নামে কোনো লকার থাকলে সেগুলো থেকে সম্পদ স্থানান্তর করা যাবে না। 

এ বিষয়ে বৃহস্পতিবার বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) থেকে বাণিজ্যিক ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিগুলোর প্রধান নির্বাহীদের কাছে চিঠি পাঠানো হয়েছে। 

চিঠিতে বলা হয়, উলি্লখিত ব্যক্তি ও তাদের স্বার্থ সংশি্লস্ট ব্যক্তি এবং ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের হিসাব থাকলে সেগুলোও জব্দ থাকবে। এসব ব্যাংক হিসাব আগামী ৩০ দিন পর্যন্ত স্থগিত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। মানি লন্ডারিং আইন অনুযায়ী এসব হিসাব স্থগিতের মেয়াদ আরও বাড়ানোর সুযোগ রয়েছে। 

উল্লিখিত ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে পরিচালিত হিসাব খোলার তারিখ থেকে এখন পর্যন্ত লেনদেনের হালনাগাদ বিবরণী, গ্রাহকের পরিচিতি ফরম, হিসাব খোলার ফরম আগামী ৫ দিনের মধ্যে বিএফআইইউতে পাঠাতে বলা হয়েছে। 

মন্তব্য করুন