শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিঅন্যান্যসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

ফরিদগঞ্জে গাছের গুঁড়ির নিচে চাপা পড়ে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  ১৭ এপ্রিল ২০২৪, ১৪:২৭

কাটা গাছের গুঁড়ির নিচে চাপা পড়ে মেহেদী হাসান (২০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের লাউতলী গ্রামের জহির উদ্দিন বেপারী বাড়িতে ১৫ এপ্রিল সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান বুলবুল আহমেদ।
জানা গেছে, জহির উদ্দিন বেপারী বাড়ির আবুল কালাম, মুসলিম মিয়া ও মেহেদী হাসানসহ ৪ জন গাছ কাটা শ্রমিকের কাজ করে। ১৪ এপ্রিল সোমবার বিকেলে তারা নিজ বাড়ির একটি গাছ কাটার পর গাছের গুঁড়ি কাঁধে নিয়ে ওই ৪ জন অন্যস্থানে ফেলার সময় অসাবধনতাবশত মেহেদী হাসান গুঁড়ির নিচে চাপা পড়ে। এ সময় তিনি মাথায় প্রচণ্ড আঘাতপ্রাপ্ত হন। স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথেই তার মৃত্যু হয়। পরে হাসপাতালের কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে গুপ্টি পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বুলবুল আহমেদ বলেন, অসাবধনতাবশত মেহেদী হাসান গাছের গুঁড়ির আঘাত পেয়ে মৃত্যুবরণ করেন।
এদিকে সংবাদ পেয়ে ওসি (তদন্ত) প্রদীপ মন্ডল ঘটনাস্থল পরিদর্শন করেন।

 

মন্তব্য করুন