অটোরিকশায় যাওয়ার সময় এক তরুণীকে অশোভন অঙ্গভঙ্গি করে উত্ত্যক্ত করা ভাইরাল ভিডিওর সেই বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৬ এপ্রিল) সামাজিকমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এমন তথ্য জানিয়েছে বাংলাদেশ পুলিশ।
এ আগে, সোমবার (১৪ এপ্রিল) নিজের ফেসবুক পেজে দুটি ভিডিও পোস্ট করেন সিদ্ধেশ্বরী গার্লস কলেজের শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা। ভিডিওতে দেখা যায়, একটি অটোরিকশায় তার মুখোমুখি বসা এক বয়স্ক ব্যক্তি বারবার অশোভন অঙ্গভঙ্গি করছেন। মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়।
আয়েশা সিদ্দিকা জানান, তিনি ডেমরার স্টাফ কোয়ার্টার থেকে বড়ভাঙা যাওয়ার জন্য অটোরিকশায় উঠেছিলেন এবং সে সময় এ ঘটনা ঘটে। অটোরিকশা থেকে নামার পর তিনি ওই ব্যক্তিকে এ বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি ঘটনাটি অস্বীকার করেন।
পুলিশ সূত্রে জানা যায়, আয়েশার ভিডিও দুটি পুলিশের নজরে এলে তারা বিষয়টি তদন্ত করে। এরপর ওই বৃদ্ধকে গ্রেপ্তার করা হয়।
মন্তব্য করুন