৬০০ পরিবারকে একদিনের খাবার দিলেন আশার আলো অর্গানাইজেশন
৬০০ পরিবারের একদিনের আহারনিয়ে ৩১ আগস্ট শাহরাস্তি উপজেলার বন্যার্ত পরিবারের মাঝে হাদিয়া পৌঁছে দিয়েছেন চাঁদপুর মতলব নারায়ণপুরের একটি অরাজনৈতিক সংগঠন "আশার আলো অর্গানাইজেশন" । আশার আলো সংগঠনের সদস্যরা আমাদেরকে জানান, তারা এই পর্যন্ত বন্যার্তদের জন্য তৃতীয় ধাপে গত ৩১ আগস্ট