বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২১ মাঘ ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিঅন্যান্যসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২১ মাঘ ১৪৩১

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শেষ হচ্ছে আজ

নিজস্ব প্রতিবেদক
  ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৩৫
ছবি-সংগৃহীত

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আজ শেষ হবে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা। দুপুর ১২টায় আখেরি মোনাজাত; যা পরিচালনা করবেন মাওলানা জুবায়ের।

ফজরের নামাজের পরই ইজতেমা ময়দানের উদ্দেশ্যে রওনা দিয়েছেন মুসল্লিরা। চলাচলের সুবিদার্থে বিশেষ ট্রেন মেট্রোরেলের ব্যবস্থা রাখা হয়েছে।

এদিকে, ময়দানে চলছে বয়ান। মূলত, আখেরি মোনাজাতের পর ৩ থেকে ১০ দিনের চিল্লায় যান তাবলীগের সাথীরা। সেসময়, কীভাবে দ্বীনের দাওয়াত দিতে হবে মুসল্লিদের-সেই নসিহত করছেন তাবলীগের শীর্ষ মুরব্বীরা। খিত্তায় খিত্তায় ঈমান-আকিদার তালিম আর ইবাদতে মশগুল সবাই।

শুরায়ে নেজাম বা মাওলানা জুবায়েরপন্থিদের দ্বিতীয় পর্বের ইজতেমায় যোগ দিয়েছেন তিন হাজারের বেশি বিদেশি অতিথি। সার্বিক আয়োজনে তারাও সন্তুষ্ট।

শেষদিন, নিরাপত্তায় কঠোর প্রস্তুতি গ্রহণ করেছে পুলিশ’সহ বিভিন্ন বাহিনী। বাড়তি ভিড় এড়াতে মোনাজাত চলাকালে সড়কে কেউ বসতে পারবেন না। আগামী ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি হবে সাদপন্থিদের আয়োজন। চলতি বছরই, প্রথমবার তিন পর্বে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব ইজতেমা।

মন্তব্য করুন