শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিঅন্যান্যসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১

উত্তরাঞ্চলে আগাম শীতের হানা 

রংপুর প্রতিনিধি
  ৩১ অক্টোবর ২০২২, ১৮:৩৬
ছবি সংগৃহীত

সারা দেশের কোথায় শীতের আবহ তৈরি না হলেও রংপুরসহ উত্তরাঞ্চলে আগাম শীত হানা দিয়েছে। সেখানে প্রতিদিনই তাপমাত্র কমছে। গত এক সপ্তাহে গড়ে তাপমাত্রা কমেছে ৪/৫ ডিগ্রি সেলসিয়াস। বাংলা পঞ্জিকার অনুসারে এখন হেমন্তকাল হলেও সন্ধ্যা নামলেই শীত জানান দিচ্ছে আমি আসছি। সন্ধ্যার পরে অনেকেই শীতের পোশাক পরে বাড়ি থেকে বের হচ্ছেন।

রংপুর আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, রংপুরসহ আশপাশের এলাকাগুলোতে প্রতিদিনই তাপমাত্রা কমছে। সোমবার সকালে এই অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রিতে নেমে এসেছে এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা কাছাকাছি অবস্থান করায় শীত অনুভূত হচ্ছে।

এদিকে গত এক সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রার পরিসংখ্যানে দেখা গেছে, ৩০ অক্টোবর ২০ দশমিক ৬ সেলসিয়াস, ২৯ অক্টোবর ২০ দশমিক ৬ সেলসিয়াস, ২৮ অক্টোবর ২১ দশমিক ২ সেলসিয়াস, ২৮ অক্টোবর ২২ দশমিক ৩ সেলসিয়াস, ২৭ অক্টোবর ২২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, ২৬ অক্টোবর ২১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, ২৫ অক্টোবর ছিল ২০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সকালের দিকে বাতাসের আদ্রতা ছিল সর্বোচ্চ ৮২ থেকে ৯২ শতাংশ ও সর্বনিম্ন ৬৫/৭০  শতাংশে।

আনুষ্ঠানিকভাবে শীত মৌসুম শুরু হতে দেরি থাকলেও প্রকৃতিতে কয়েকদিন থেকে শীত বিরাজ করছে। সন্ধ্যার পরে অধিকাংশ মানুষকে ফুলহাতা শার্ট পরে ঘোরাফেরা করতে দেখা গেছে। বাসা-বাড়িতে অনেকেই কাঁথা কিংবা কম্বল মুড়ি দিয়ে ঘুমাতে শুরু করেছেন। স্কুলগামী শিক্ষার্থীদের অভিভাবকরা ছেলেমেয়েদের শীতের পোশাক পরতে শুরু করেছেন। শহরের গুরুত্বপূর্ণ মোড়ে পিঠার দোকানগুলোতে জমজমাট কেনাবেচা হতে দেখা গেছে।

মন্তব্য করুন