বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২১ মাঘ ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিঅন্যান্যসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২১ মাঘ ১৪৩১

অবৈধভাবে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা বিএসএফের

নিজস্ব প্রতিবেদক
  ১০ জানুয়ারি ২০২৫, ২৩:৪২
ছবি-সংগৃহীত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে আন্তর্জাতিক আইন ভঙ্গ করে অবৈধভাবে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শুক্রবার (১০ জানুয়ারি) পাটগ্রাম উপজেলার দহগ্রাম ক্লাব পাড়া এলাকায় ৮ বাই ৪১ এস নং পিলারের  অভ্যন্তরে সকাল ১১ টা থেকে বিজিবির সঙ্গে কোনো সমঝোতা ছাড়াই সীমান্তের শূন্যরেখা থেকে ভারতীয় সীমান্তে বিএসএফের সদস্য ও কিছু নির্মাণ শ্রমিকের অবৈধভাবে কাঁটাতারের বেড়া নির্মাণের কার্যক্রম চোখে পড়ে।

আইন অনুযায়ী সীমান্তের শূন্যরেখা থেকে ১৫০ গজের মধ্যে ফসল চাষ ব্যতীত সীমান্তবর্তী কোনো দেশ তাদের সীমানায় বেড়া কিংবা কোনো স্থাপনা নির্মাণ করতে পারবে না। কিন্তু বিএসএফের সদস্যরা আন্তর্জাতিক আইন ভঙ্গ করে সীমান্তে বেড়া নির্মাণের চেষ্টা করেন। ঘটনা জানতে পেরে বিজিবি সদস্যরা তাদের বাধা দেন। 

পরে কাজ না করেই ফিরে যান বিএসএফের সদস্যরা, কিন্তু কিছুক্ষণ পরে আবার বিএসএফের অধিক সংখ্যক সদস্য নিয়ে এসে ক্ষমতা খাঁটিয়ে বেড়া নির্মাণ করে।

এ বিষয়ে রংপুর ৫১ বিজিবি এডি আমির খসরু বলেন, আমরা খবর পেলে তাৎক্ষণিক বিজিবির সদস্যরা গিয়ে তাদের বাধা প্রদান করলে বিএসএফ প্রায় ৫০০ মিটারের মত বেড়া নির্মাণ করে বাকি সরঞ্জাম নিয়ে কাজ বন্ধ করে চলে যায়।

তিনি আরো জানন, শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় বিএসএফের ডিআইজি গৌতম ঘটনাস্থল পরিদর্শন করে বিজিবি- বিএসএফের মধ্যে অনানুষ্ঠানিক বৈঠকে বেড়া নির্মাণ বন্ধ ও নির্মিত বেড়া সরানোর বিষয়ে একমত হয়েছেন।

মন্তব্য করুন