মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১

ড. লোকানন্দ সি মহাথেরোর স্মরণে স্মৃতিচারণ

অসীম বিকাশ বড়ুয়া, চট্টগ্রাম থেকে
  ০৫ জানুয়ারি ২০২৫, ০৯:৩০
ছবি-সংগৃহীত

রাউজান উপজেলার ঐতিহ্যবাহী গ্রাম পূর্ব আধারমানিক নতুন বাজার চৌধুরী বাড়ির সূর্য সন্তান আমেরিকায় বাংলাদেশিদের গর্বের ধন বাংলা আমেরিকা বৌদ্ধ ফেলোশিপ ও সম্বোধি বিহারের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ পন্ডিত গবেষক ডঃ লোকানন্দ সি মহাথেরোর স্মরনে সংঘদান , অষ্টপরিস্কার দান, বৌদ্ধ কীর্তন, স্মৃতিচারণ সভা, শীতবস্ত্র বিতরণ, জ্ঞাতী ভোজন, মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা ও জাতীয় বৌদ্ধ মিলনমেলা গত ৩রা জানুয়ারী ২০২৫ শুক্রবার অনুষ্ঠিত হয় রাউজানের আঁধার মানিক গ্রামের ঐতিহ্যবাহী চৌধুরী বাড়িতে।

তিন পর্বের এই মহা ধর্মসম্মেলন অনুষ্ঠানে আর্শিবাদক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সংঘরাজ একুশে পদক প্রাপ্ত ভদন্ত ড. জ্ঞানশ্রী মহাস্থবির ও বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সংঘনায়ক অধ্যাপক বনশ্রী মহাথের ।

প্রথম পর্বের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপসংঘনায়ক সদ্ধর্মরশ্মী ভদন্ত রতনশ্রী মহাথের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সভাপতি শিক্ষাবিদ সুনন্দ মহাথের ও প্রধান জ্ঞাতি হিসেবে আসন গ্রহন করেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি ভদন্ত বুদ্ধপ্রিয় মহাথের ।

প্রথম পর্বের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহাসচিব অধ্যাপক সুমেধানন্দ মহাথের ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার অর্থসচিব ধর্মদূত ভদন্ত সোবিতানন্দ মহাথের ও প্রধান সদ্ধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সাংগঠনিক সম্পাদক সংঘানন্দ মহাথের।

আলোচক হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন লতিফা সিদ্দিকা ডিগ্রী কলেজের অধ্যক্ষ অধ্যাপক শিমুল বড়ুয়া । স্বাগত বক্তব্য প্রদান করেন অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা অমিতাভ চৌধুরী।

এই ধর্মসম্মেলনের ২য় পর্ব বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপসংঘরাজ ভদন্ত প্রিয়দর্শী মহাস্থবির এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদক প্রাপ্ত শিক্ষাবিদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাচ্যভাষা বিভাগের প্রাক্তন চেয়ারম্যান প্রফেসর ড. জিনবোধি মহাথেরো।

২য় পর্বের অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন সংঘরাজ ভিক্ষু মহাসভার প্রকল্প সচিব ভদন্ত শাসনরক্ষিত মহাস্থবির । প্রধান জ্ঞাতি হিসেবে ধর্মদেশনা করেন সাধকপ্রবর জিনানন্দ মহাস্থবির।

উক্ত অনুষ্ঠানে প্রধান সদ্ধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন চান্দগাঁও সার্বজনীন শাক্যমুনি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ এস লোকজিৎ মহাস্থবির এবং বিশেষ ধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহামন্ডলের যুগ্ম সম্পাদক ভদন্ত শাসনশ্রী মহাস্থবির ও বিপুলসেন মহাস্থবির । ভদন্ত এস জ্যোতিশ্রী থের ও শিমুল বড়ুয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্মবীর ধর্মবংশ মহাস্থবির , ভদন্ত জ্যোতিসেন থের, দিনব্যাপি এই ধর্মসম্মেলনে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সরকারী মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. অর্থদর্শী বড়ুয়া।

স্বাগত ভাষন প্রদান করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রধান চিকিৎসক ডাক্তার অরুন কান্তি চৌধুরী।
অনুষ্ঠানে পন্ডিত ড. লোকানন্দ সি মহাথের এর কর্মময় জীবনের বিশেষ প্রতিবেদন প্রদর্শনীর উদ্বোধন করেন একুশে পদক প্রাপ্ত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালি এন্ড বুড্ডিস্ট স্টাডি বিভাগের সুপারনিউম্যারারি প্রফেসর ড. সুকোমল বড়ুয়া।মিডিয়া তত্ত্বাবধায়ক হিসেবে উপস্থিত ছিলেন কোরিয়া-বাংলা প্রেসক্লাবের এক্স ভাইচ চেয়ারম্যান সাংবাদিক অসীম বিকাশ বড়ুয়া। এসময় বিভিন্ন পত্রিকা টিভি ও গণমাধ্যম কর্মীদের সরব  উপস্থিতিতে চতুর্দিকে লোকে লোকারণ্য হয়ে যায় ঐতিহ্যবাহী এই আঁধার মানিক গ্রাম। দূরদূরান্ত থেকে ছুটে আসে একনজর দেখার জন্য স্মরণ কালের এই মহা কর্মযজ্ঞ তথা আলোকিত অনুষ্ঠান।অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন মহানাম ভিক্ষু,উদয়ন চৌধুরী,সুচয়ন চৌধুরী,উৎফল চৌধুরী ও বকুল চৌধুরী প্রমুখ। 

এসময় আমেরিকান প্রবাসী প্রয়াত গবেষক লোকানন্দ সি মহাথেরোর পরিবারবর্গ বলেন,আমরা লোকানন্দ সি স্মৃতি ফাউন্ডেশন সহ বিভিন্ন শিক্ষা সেবা মূলক কর্মকান্ডের যাত্রা শুরু করবো সেই সাথে দেশ বিদেশে লোকানন্দ ভিক্ষুর অসমাপ্ত কাজ ও সকল গবেষণা ও ব‌ই সবার মাঝে ছড়িয়ে দিয়ে আমেরিকাতে বসবাসরত সকল ধর্ম ও সম্প্রদায়ের পরম হিতৈষী পরোপকারী এই মহাপ্রাণকে চির জাগরুক করে রাখবো।

লেখক:অসীম বিকাশ বড়ুয়া,সাংবাদিক ও প্রাবন্ধিক

মন্তব্য করুন