মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১

চট্টগ্রাম মেট্রোপলিটন ল কলেজের অধ্যক্ষ হলেন শামসুল আলম

নিজস্ব প্রতিবেদক
  ০৫ জানুয়ারি ২০২৫, ০৯:১২
ছবি-সংগৃহীত

৪ জানুয়ারি চট্টগ্রাম ও আর নিজাম রোডের অস্থায়ী কার্যালয়ে মো. জসিম উদ্দিন ভূঁইয়া, জেলা ও দায়রা জজ (অব:) এর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। মেট্রোপলিটন ল কলেজের গভর্নিং বডির উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে চট্টগ্রাম মেট্রোপলিটন ল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে নিয়োগ পেয়েছেন শাহরাস্তি পৌরসভা ১১নং ওয়ার্ড  কৃষ্ণপুর পাটোয়ারী বাড়ির কৃতি সন্তান বিশিষ্ট আইনজীবী, শিক্ষানুরাগী, সমাজসেবক অ্যাডভোকেট মো. শামসুল আলম পাটোয়ারী। 

সভায় গভর্নিং বডির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন: আ্যাডভোকেট ড. মোশারফ হোসেন, রশিদ আহমেদ চৌধুরী, মোঃ আবুল হোসেন (রুবেল), মোহাম্মদ ইয়াছিন ভূঁইয়া, মোঃ আবদুল হাকিম, মোঃ গুলজার হোসেন, শাহীন আলম সরকার, ফাহমিদা আলম, কোহিনুর বেগম, নাছির ইকবাল চৌধুরী, আহামদ ছগীর প্রমুখ।

নিয়োগের বিষয়ে তার সাথে কথা হলে তিনি বলেন দীর্ঘ পথ অতিক্রম করার পরে কায়িক পরিশ্রমের ফসল হিসাবে মহান আল্লাহর অশেষ রহমতে বাবা-মা, ভাই-বোন, আত্মীয়-স্বজন, বন্ধুদের সকলের দোয়ায় আমি এই নিয়োগ পেয়েছি । তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং চট্টগ্রাম জজকোর্টের  আইনজীবী হিসেবে কর্মরত রয়েছেন।
তার পিতা সরকারি সাবেক কর্মকর্তা মরহুম আব্দুল খালেক পাটোয়ারী এবং মরহুমা ফিরোজা বেগমের পুত্র। ৫ ভাই, ৩ বোনের মধ্যে তিনি ৫ম। তিনি দুই সন্তানের জনক। 

চট্টগ্রাম মেট্রোপলিটন ল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে আ্যাডভোকেট মোঃ শামসুল আলম পাটোয়ারী কে নিয়োগ দেয়ায় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন তার ভাই চাঁদপুর প্রেসক্লাবের আজীবন সদস্য, শাহরাস্তি প্রেসক্লাবের সহ-সভাপতি, শাহরাস্তি বেস্ট মেডিল্যাব ফিজিওথেরাপি এন্ড নিউরো রিহ্যাবিলিটেশন সেন্টার এর ব্যবস্থাপনা পরিচালক,সৌদি আরব রিয়াদ বাংলাদেশ দূতাবাস অনুমোদিত প্রবাসী সেবা কেন্দ্র ইডিসির  মার্কেটিং ডিরেক্টর, সাংবাদিক ও নাট্যকার রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়। 

চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটাল এবং পরিবারের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন  আব্দুল জলিল মানিক, ব্যবস্থাপনা পরিচালক মোঃ আকতার হোসেন রিপন, চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সোহরাব হোসেন মজুমদার, মাইন উদ্দিন বাবলু। শাহরাস্তি বেস্ট মেডিল্যাব ফিজিওথেরাপি এন্ড নিউরো রিহ্যাবিলিটেশন সেন্টার এর ম্যানেজার মোঃ খোরশেদ আলম প্রমুখ।

মন্তব্য করুন