শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১

বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আতঙ্কে এলাকাবাসী

নিজস্ব প্রতিবেদক
  ২৪ ডিসেম্বর ২০২৪, ২০:৩৩
ছবি-সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি পোশাক কারখানার জুট দখলে নিতে দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বরর) দুপুরে ফতুল্লার শিবুমার্কেট এলাকায় শিক গার্মেন্টসের সামনে এই ঘটনা ঘটে।

এ সময় উভয় গ্রুপের অন্তত ৬-৭ জন আহত হয়। তবে তাদের নাম জানা যায়নি। আহতদের মধ্যে মজিবর গ্রুপের আনোয়ার হোসেন আনুর হাতের দুটি আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে যায়। বর্তমানে তিনি ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয়রা জানান, দুপুরে শিবুমার্কেট দরগাহ বাড়ি মসজিদ সংলগ্ন শিক গার্মেন্টসের জুট দখলে নিতে একই এলাকার বিএনপি নেতা মিঠু গ্রুপ ও পূর্ব সস্তাপুর এলাকার স্থানীয় বিএনপি নেতা মজিবর গ্রুপ দেশীয় অস্ত্র হাতে শতাধিক কর্মী সমর্থক নিয়ে মুখোমুখি অবস্থান নেয়। সেই সঙ্গে একে অপরকে ধাওয়া দেয়। এভাবে প্রায় দেড় ঘণ্টা সময় ধরে ধাওয়া পাল্টা ধাওয়া চলে।

এতে ছুরিকাঘাত ও ইট-পাটকেলের ঢিলে উভয় গ্রুপের ৬-৭ জন আহত হয়। তাদের সংঘর্ষে গার্মেন্টস মালিক ও শ্রমিক এবং এলাকাবাসীর মধ্যে আতঙ্ক দেখা দেয়। পরে পুলিশ ও ডিবির একাধিক টিম এসে ধাওয়া করলে উভয়পক্ষের লোকজন পালিয়ে যায়। তবে এ বিষয়ে কারও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, উভয় গ্রুপের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এরই মধ্যে তাদের বিরুদ্ধে গ্রেফতারি অভিযান চলমান।

মন্তব্য করুন