রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

ভিডিওটি যেমন খুশি তেমন সাজো অনুষ্ঠানের: পুলিশ সুপার

নিজস্ব প্রতিবেদক
  ১৯ ডিসেম্বর ২০২৪, ১১:১৯
ছবি-সংগৃহীত

যশোরের একটি মাদরাসার ভিডিও নিয়ে তোলপাড় শুরু হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, সুসজ্জিত মঞ্চ। মঞ্চে হাঁটু গেড়ে বসা গুটি কয়েক মানুষ। সবার পরনে সাদা পাঞ্জাবি-পায়জামা, মাথায় টুপি। 

মঞ্চটির একটি কোণে সুসজ্জিত ডায়েস। ডায়াসের দু’পাশে ইসলামিক স্টেট (আইএস) নামে একটি জঙ্গি সংগঠনের পোশাকসদৃশ পরিধান করে দুই ব্যক্তি অস্ত্রসদৃশ বস্তু হাতে দাঁড়িয়ে। প্রায় একই ধরনের সাদা পোশাক পরিহিত আরেকজন ডায়েসে বক্তব্য দিচ্ছেন।

বক্তব্যের মাঝে মাঝে ‘আল্লাহু আকবর’ উচ্চারণ করে স্লোগানও দিচ্ছেন উপস্থিত দর্শনার্থীরা। ভিডিওটি যশোর সদর উপজেলার রামনগর রাজারহাট এলাকার জামিয়া ইসলামিয়া মাদরাসার।

আরবিতে বক্তব্য দেওয়া ৫ মিনিট ৫০ সেকেন্ডের এই ভিডিও বুধবার (১৮ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। যা রাতে রীতিমতো ভাইরাল হয়েছে। ভিডিওটি ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ভিডিওটি যশোর সদর উপজেলার রামনগর রাজারহাট এলাকার জামিয়া ইসলামিয়া মাদরাসার। গত ১৭ ও ১৮ ডিসেম্বর মাদরাসাটিতে বার্ষিক অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে নাটক মঞ্চায়ন হয়। এটি সেই নাটকের দৃশ্য।

মাদরাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মুফতি লুৎফর রহমান ফারুকী বলেন, ‘সদর উপজেলায় অনেক সুনামের সঙ্গে মাদরাসাটিতে পড়াশোনা হয়। মক্তব, হেফজ, কিতাব ও নাজিরা বিভাগসহ চারটি বিভাগের সাড়ে চারশ শিক্ষার্থী পড়াশোনা করে। প্রতি বছরের ন্যায় এবারও চলতি মাসের ১৭ ও ১৮ ডিসেম্বর মাদরাসায় বার্ষিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে গজল (বাংলা, আরবি), হামদসহ বিভিন্ন প্রতিযোগিতা হয়। 

ওই অনুষ্ঠানে ইসরাইল যেভাবে ফিলিস্তিনি মুসলমানের ওপর নির্যাতন করছে সেটা নিয়ে একটি নাটক মঞ্চস্থ হয়। কিতাব বিভাগের তিন শিক্ষার্থী নাটকটি মঞ্চায়ন করে। ওদের মধ্যে একজন ফিলিস্তিন নেতা সেজে আরবিতে বক্তব্য দেয়। পাশের দু’জন প্লাস্টিক দিয়ে অস্ত্র বানায়। এটা শুধুমাত্র অভিনয়। এই ভিডিওটি নিয়ে অনেকেই ভিন্ন উদ্দেশ্যে অপপ্রচার চালাচ্ছে। আসলেই তেমন কোনো বিষয় না।’

এদিকে ভিডিওটি নিয়ে রীতিমতো ফেসবুকে তোলপাড় সৃষ্টি হয়েছে। নেটিজেনরা সমালোচনা করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা শঙ্কাও প্রকাশ করছেন।

এই বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার নূর ই আলম সিদ্দিকী জানান, ভিডিওটি মাদরাসাটির বার্ষিক যেমন খুশি তেমন সাজো অনুষ্ঠানের। অনুষ্ঠানে ককসিট দিয়ে তারা নকল অস্ত্র বানিয়ে উপস্থাপন করে। তারপরও ভিন্ন কোনো উদ্দেশ্য আছে কি না সেটি তদন্ত করা হবে।

মন্তব্য করুন