শাহরাস্তি উপজেলা যুব রেড ক্রিসেন্ট এর প্রথম মাসিক সভা ৩০ নভেম্বর নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন শাহরাস্তি যুব রেড ক্রিসেন্টের দলনেতা গাজী ইশতিয়াক, উপ দলনেতা আব্দুল্লাহ নাবিদ, আইসিটি মিডিয়া ও যোগাযোগ উপ বিভাগীয় প্রধান তহিদুল ইসলাম জিসান, প্রশাসন সংগঠন ও সদস্য সংগ্রহ বিভাগীয় প্রধান মোহাম্মদ নাফিস, প্রশিক্ষণ ও সহশিক্ষা কার্যক্রম উপবিভাগীয় প্রধান মোহাম্মদ জাহিদ, তহবিল বিভাগীয় প্রধান আরাফাত পাটোয়ারীসহ যুব সদস্যবৃন্দরা এসময় উপস্থিত ছিলেন।
শাহরাস্তি উপজেলা যুব রেড ক্রিসেন্ট এর মাসিক সভায় জুম ভিডিও কনফারেন্সের মাধ্যমে সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন চাঁদপুর রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য, সাংবাদিক ও নাট্যকার রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়।
হৃদয় বলেন, আগামীতে যুব রেড ক্রিসেন্ট এর মাধ্যমে উপজেলা থেকে শুরু করে ইউনিয়ন, ওয়ার্ডের গ্রাম পর্যায়ে মানবতার সেবার লক্ষ্যে সবাইকে এগিয়ে যেতে হবে। সকল ভালো কাজের সঙ্গে সবাইকে সম্পৃক্ত করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। সারা বিশ্বব্যাপী রেড ক্রিসেন্ট সোসাইটি, যুব রেড ক্রিসেন্ট সদস্যরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
মন্তব্য করুন