বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১

রংপুরে সমাবেশস্থলে যোগ দিচ্ছেন বিএনপি নেতাকর্মীরা

রংপুর প্রতিনিধি, দেশ টিভি
  ২৯ অক্টোবর ২০২২, ১১:৩৪
ছবি সংগৃহীত

পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী রংপুরে কালেক্টরেট মাঠে বিএনপির গণসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ শনিবার। সকল থেকেই দলে দলে সমাবেশ স্থলে প্রবেশ করছে দলটির নেতাকর্মীরা। 

এদিকে মোটর মালিক সমিতির দেওয়া দুইদিনের পরিবহন ধর্মঘটের কারণে গতকাল থেকেই বিভাগের আট জেলার বিএনপির নেতা-কর্মীরা বিকল্প উপায়ে রংপুরে এসেছে। আজ সকাল থেকেই সেসব নেতাকর্মীরা সমর্থকদের নিয়ে মিছিল করে সমাবেশ স্থলে প্রবেশ করছে।

জানা গেছে, গণসমাবেশ শুরু হবে দুপুর দুইটায়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকুসহ বিএনপির কেন্দ্রীয় নেতারা গণসমাবেশে অতিথি হিসেবে উপস্থিত থাকারও কথা রয়েছে। 

গতকাল রাত ১০ টার দিকে গণসমাবেশের প্রধান অতিথি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমাবেশস্থল পরিদর্শন করে গিয়েছেন আর বাকি অতিথিরাও রংপুরে এসেছেন বলেও জেলা বিএনপির একটি সূত্র নিশ্চিত করেছে।

উল্লেখ্য, নিত্যপণ্য ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং বিভিন্ন স্থানে দলের নেতা-কর্মী নিহত হওয়ার প্রতিবাদসহ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে দেশব্যাপী বিভাগীয় শহরে গণসমাবেশ করছে বিএনপি। এরই ধারাবাহিকতায় আজ রংপুরে তাদের চতুর্থ বিভাগীয় গণসমাবেশ হচ্ছে।

মন্তব্য করুন