বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১

ঈশ্বরদীতে বিষক্রিয়ায় ১৬ গরু হত্যা 

নিজস্ব প্রতিবেদক
  ০৭ নভেম্বর ২০২৪, ১৮:০৩
ছবি-সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে বিষক্রিয়ায় ১৬টি গরুর মৃত্যু হয়েছে। উপজেলার চররূপপুরের পদ্মার চরে বুধবার (৬ নভেম্বর) এ ঘটনা ঘটে। কলাবাগানে বিষ দিয়ে পরিকল্পিতভাবে গরু হত্যা করা হয়েছে বলে অভিযোগ মালিকদের। এ ঘটনায় আরও প্রায় ২০টি গরু অসুস্থ হয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো গরুগুলো চরে ঘাস খাওয়ার জন্য নিয়ে যান রাখালরা। ঘাস খাওয়ার এক পর্যায়ে গরুগুলো চরের একটি কলা বাগানের কিছু চারা গাছ খেয়ে ফেলে। 

এরপর চরের মাঠ থেকে সন্ধ্যায় বাড়ি ফেরার পথে মাঠেই মারা যায় পাঁচটি গরু। নদীর কিনারায় এসে মারা যায় আরও তিনটি গরু। বাড়িতে এসে মারা যায় আরও কয়েকটি গরু।

এরমধ্যে চররূপপুর গ্রামের মফেজ্জল বিশ্বাসের ৯টি, সাহাবুল বিশ্বাসের ৩টি, জয়নাল বিশ্বাসের ১টি, বিকুল প্রামানিকের ২টি, ইকবাল প্রামানিকের ১টিসহ মোট ১৬টি গরু মারা যায়।

স্থানীয় বাসিন্দা এজাজ বিশ্বাস অভিযোগ করেন, লক্ষিকুন্ডার কৈকুন্ডা গ্রামের আনিসের জমির কলাগাছ খেয়েই মূলত গরুগুলো মারা গেছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দানাদার বিষ ওই কলাগাছে প্রয়োগ করা হয়েছিল। গরু কলা বাগানের ক্ষতি করে সেই রাগে বাগানের মালিক বিষ দিয়েছিলেন।

তিনি আরও জানান, ঈশ্বরদী উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা বৃহস্পতিবার সকালে গিয়ে অসুস্থ গরুগুলোকে চিকিৎসা দেন। আর মৃত্যুর কারণ অনুসন্ধানের জন্য গরুগুলোর রক্ত, লালা এবং মাংস ল্যাব টেস্টের জন্য নিয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খাদ্যের বিষক্রিয়ার কারণে এই গরুগুলোর মৃত্যু হয়েছে।

কলাবাগানের মালিক আনিসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।

ঈশ্বরদী থানার ইন্সপেক্টর (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন