বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১

২৪তম ধাপে আরও ৯০১ রোহিঙ্গা ভাসানচরে

নিজস্ব প্রতিবেদক
  ২৯ অক্টোবর ২০২৪, ২২:৪৬
ছবি-সংগৃহীত

কক্সবাজারের টেকনাফ ও উখিয়া থেকে ২৪তম ধাপে আরো ৯০১ রোহিঙ্গা নোয়াখালীর ভাসানচরে পৌঁছেছেন। এরমধ্যে ৫০৬ জন নতুন বসবাসের জন্য এবং বাকি ৩৯৫ জন আত্মীয়দের সঙ্গে দেখা করে ফিরে গেছেন।

মঙ্গলবার বেলা ১১টার দিকে নৌবাহিনীর চারটি জাহাজে করে রোহিঙ্গারা ভাসানচর পৌঁছেন। এ নিয়ে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচরে রোহিঙ্গা নাগরিকের সংখ্যা দাঁড়াল প্রায় ৪০ হাজারে।

নৌবাহিনী সূত্র জানায়, নৌবাহিনীর ব্যবস্থাপনায় ও জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) তত্ত্বাবধানে কক্সবাজার থেকে বানৌজা পেঙ্গুইন, ডলফিন, টুনা ও বানৌজা তিমি যোগে ৯০১ জন রোহিঙ্গাকে ভাসানচরে আনা হয়।

রোহিঙ্গাদের জাহাজ থেকে নামানোর পর নৌবাহিনীর পন্টুন সংলগ্ন হ্যালিপ্যাডে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে গাড়িতে করে বিভিন্ন ক্লাস্টারে বসবাসের জন্য হস্তান্তর করা হয়।

রোহিঙ্গাদের আগমণের বিষয়টি নিশ্চিত করে ভাসানচর থানার ওসি আবু জাফর বলেন, নতুন আসা ৫০৬ জনকে নিরাপদে ১১৪, ১১৫ ও ১১৬ নম্বর ক্লাস্টারে পৌঁছে দেওয়া হয়েছে।

মন্তব্য করুন