শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিঅন্যান্যসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১

নৌকার ওপর গাছ পড়ে জেলে নিখোঁজ

প্রবাহ বাংলা নিউজ
  ১৯ অক্টোবর ২০২৪, ০৯:০৬

নোয়াখালীর কোম্পানীগঞ্জে নৌকার ওপর গাছ পড়ে সজিব জলদাস (২১) নামের এক জেলে নিখোঁজ হয়েছেন। শুক্রবার (১৮ অক্টোবর) বিকেলে মুছাপুর রেগুলেটর এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ জেলে সজিব জল দাস মুছাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের জলদ্দন জলদাসের ছেলে।

ঘটনার প্রত্যক্ষদর্শী মো. আমির হোসেন বলেন, সজিব জলদাস আরেকজন জেলেকে নিয়ে ছোট একটা নৌকায় মুছাপুর রেগুলেটর এলাকার কিনারা দিয়ে যাচ্ছিলেন। এ সময় নদী ভাঙনের কারণে একটি ঝাউগাছ তাদের নৌকার ওপর পড়লে নৌকাটি তলিয়ে যায়। তারপর থেকে খোঁজাখুঁজি করেও তার খবর পাওয়া যায়নি ।
ছেলেকে না পেয়ে নদীর কিনারায় কান্নায় ভেঙে পড়েন বাবা জলদ্দন জলদাস। তিনি ঢাকা পোস্টকে বলেন, বাবা কই গেলি রে। কেন তুই আগে আসলিনা। আমার মানিকরে আপনারা আইনা দেন। ছেলে আমারে রাইখা তলায়ে যাইতে পারে না। আমি তার মায়েরে কি জবাব দিবো রে? আমার মানিক কই রে?

কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবদুস সুলতান বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে সেখানে পুলিশ প্রেরণ করা হয়েছে। এছাড়া ফায়ার সার্ভিসের সহযোগিতা নেওয়া হচ্ছে। আসলে নদী ভাঙন ও স্রোত থাকায় এমন ঘটনা ঘটেছে। আমরা উদ্ধারে স্থানীয়দেরও সহযোগিতা নিচ্ছি।

মন্তব্য করুন