শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিঅন্যান্যসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১

ফরিদপুর-২ উপনির্বাচন: আ’লীগ প্রার্থী লাবু বিজয়ী

অনলাইন ডেস্ক
  ০৫ নভেম্বর ২০২২, ২২:০৩
শাহাদাব আকবর চৌধুরী লাবু

ফরিদপুর-২ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী শাহাদাব আকবর চৌধুরী লাবু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

 শনিবার (৫ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

আসনটিতে মোট ১২৩টি কেন্দ্রের ফলাফলে তিনি ৫৩ হাজার ৯৩৪ ভোট বেশি পেয়ে জয়লাভ করেন। 

জেলা নির্বাচন কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, ‘নির্বাচনে ৬৮ হাজার ৮১২ ভোট পেয়ে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শাহদাব বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত আন্দোলন মনোনীত বটগাছ প্রতীকের প্রার্থী জয়নুল আবেদীন বকুল মিয়া পেয়েছেন ১৪ হাজার ৮৭৮ ভোট।

ফরিদপুর-২ আসনের মোট ভোটার তিন লাখ ১৮ হাজার ৪৭২জন। এর মধ্যে ভোট প্রদান করেছেন ৮৩ হাজার ৬৯০জন। ভোট প্রদানের হার ২৬ দশমিক ২৭ শতাংশ।

প্রসঙ্গত, গত ১১ সেপ্টেম্বর এ আসনের সংসদ সদস্য  সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যু হয়। ১৩ সেপ্টেম্বর নির্বাচন কমিশন সচিবালয় আসনটি শূন্য ঘোষণা করে। এরপর ২৫ সেপ্টেম্বর এ আসনে নির্বচানের তফসিল ঘোষণা করা হয়। সৈয়দা সাজেদা চৌধুরীর ছোট ছেলে শাহদাব আকবর চৌধুরী ওরফে লাবু চৌধুরী।

মন্তব্য করুন