বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিসারাদেশমতামতস্বাস্থ্যরাজধানীপাঠকের কথাআবহাওয়াফিচারশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

সম্পত্তির লোভে বাবাকে খুন

ঢাকা-চট্টগ্রাম বিমানবন্দরে দুই প্রবাসী ছেলে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০০:৪৯
ছবি- সংগৃহীত

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় নুরুল হক চৌধুরী (৬৫) নামে এক ব্যক্তিকে তার স্ত্রীর সহযোগিতায় কুপিয়ে হত্যা করেছে তারই দুই পুত্র। কয়েক দিন আগে তারা প্রবাস থেকে দেশে আসেন।

বুধবার রাতে পিতাকে খুন করার পর প্রবাসে পালিয়ে যাওয়ার সময় ঢাকা ও চট্টগ্রাম বিমানবন্দর থেকে দুই পুত্র ও নিহতের স্ত্রীকে বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত দুই পুত্র হলেন- শেখ নিজাম উদ্দিন ও মিজানুর রহমান। তাদের মধ্যে মিজানকে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর থেকে এবং নিজামকে ঢাকা শাহজালাল বিমানবন্দর থেকে আটক করা হয়। এর আগে বুধবার ঘটনার পরই তাদের মাকে আটক করা হয়েছিল।

নিহত নুরুল হক উপজেলার শাহ মিরপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে আব্দুর রহমান বাড়ির বাসিন্দা নুরুল হক চৌধুরী।

স্থানীয়রা জানান, দুই পুত্র প্রবাস থেকে ৬ ও ৭ সেপ্টেম্বর দেশে আসেন। সম্পত্তি নিয়ে পিতার সঙ্গে গত বুধবার দুই পুত্র ও তাদের মায়ের সঙ্গে নিহতের বিবাদ হয়। এর একপর্যায়ে তারা নুরুল হককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে।

পুলিশ জানায়, খুনের ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে নিহতের দুই পুত্র ও স্ত্রীর বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন। বুধবার রাতে গ্রেফতার হওয়া নিহতের স্ত্রী ও সন্তানদের ওই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

কর্ণফুলী থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী বলেন, একটি জমি বিক্রির টাকা নিয়ে প্রবাস ফেরত দুই ছেলে পিতাকে খুনের পর আবারো বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। প্রযুক্তির সহায়তায় ঢাকা ও চট্টগ্রাম বিমানবন্দর থেকে তাদের গ্রেফতার করে ইমিগ্রেশন পুলিশ। আর খুনে সহায়তার অভিযোগে তাদের মাকে বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

কর্ণফুলী থানার এসআই আব্দুল্লাহ আল নোমান বলেন, পারিবারিক কলহের জেরে ছেলে শেখ নিজাম উদ্দিন ও মিজানুর রহমানের ঝগড়া হয়। একপর্যায়ে তারা নুরুল হককে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। আমাদের প্রাথমিক তদন্তে এটাই মনে হয়েছে।

মন্তব্য করুন