বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিসারাদেশমতামতস্বাস্থ্যরাজধানীপাঠকের কথাআবহাওয়াফিচারশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

সিরাজগঞ্জে সিএনজি-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

নিজস্ব প্রতিবেদক
  ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৫৪

সিরাজগঞ্জের কামারখন্দে সিএনজি ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও একজন।

রোববার (৮ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার উপজেলার সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক মহাসড়কের কুটিরচর এসিআই ফুড কারখানার সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রায়গঞ্জ উপজেলার ব্রাক্ষবয়রা গ্রামের সিএনজি চালক রাশেদুল ইসলাম, তাড়াশ উপজেলার ভাটড়া গ্রামের নুরুজ্জামান ও তারেক রহমান। বাকি দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের কুটিরচর এলাকায় সিএনজি ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই রাশেদুল, নুরুজ্জামান ও তারেকের মৃত্যু হয়। 

পরে পুলিশ ও ফায়ার সার্ভিস তিনজনকে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে আরও দুইজন মারা যায়। তবে তাদের নাম ও পরিচয় পাওয়া যায়নি।

মন্তব্য করুন