কক্সবাজারের উখিয়ার বালুখালী ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে মোহাম্মদ জসিম (২৫) নামে এক রোহিঙ্গা নেতা নিহত হয়েছেন। বুধবার (২৬ অক্টোবর) ভোরে ক্যাম্প-১০ এর সিআইসি অফিসের সামনে এ ঘটনা ঘটে। নিহত রোহিঙ্গা ওই ক্যাম্পের আব্দুল গফুরের ছেলে।
রোহিঙ্গা নেতার মৃত্যুর তথ্য জানিয়ে ৮-আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী পুলিশ সুপার মো. ফারুক আহমেদ গণমাধ্যমকে বলেন, ‘ক্যাম্পে ভোররাতে কয়েক রাউন্ড গোলাগুলির শব্দ শোনা যায়। পরে সেখানে জসিম নামে একজনের গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায়। সে ক্যাম্প ভিত্তিক সন্ত্রাসী বিরোধীদের পক্ষে স্বোচ্ছাসেবী ছিল। অপরাধীদের ধরতে আমাদের অভিযান চলছে।’
ক্যাম্পের বাসিন্দা মো. ইসলাম বলেন, ‘মুখোশধারী দল ক্যাম্পে ঢুকে ঘর থেকে বের করে নিয়ে জসিমকে বুকে গুলি করে পালিয়ে যায়। অস্ত্রধারীরা ‘আরসা’ বাহিনীর সদস্য। জসিম সব সময় আরসার অপরাধমূলক কর্মকাণ্ডের বিপক্ষে ছিল। এর জন্যই তাকে হত্যা করা হয়েছে।’
এর আগে, গত ২৫ অক্টোবর সন্ধ্যায় উখিয়ার কুতুপালং ২ নম্বর ক্যাম্পে মোহাম্মদ সালাম (৩৭) নামের এক যুবককে গুলি করে দুর্বৃত্তরা। কুতুপালং ২ নম্বর ক্যাম্পের সি ব্লকে ৮-১০ জনের মুখোশধারী লোক এ যুবককে গুলি করে বলে জানিয়েছেন, ১৪ এপিবিএন এর অধিনায়ক এডিআইজি সৈয়দ হারুনুর রশিদ।
মন্তব্য করুন