শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিঅন্যান্যসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১

‘এত বড় মাছ বড়শিতে শিকার করা বিরল ঘটনা’

অনলাইন ডেস্ক
  ০৪ নভেম্বর ২০২২, ১৫:৪০
ছবি সংগৃহীত

বড়শিতে ৬২ কেজি ওজনের বাগাড় মাছ ধরে হইচই ফেলে দিয়েছেন এক জেলে। কুড়িগ্রাম জেলার চিলমারীতে ব্রহ্মপুত্র নদে ধরা মাছটি প্রায় এক লাখ টাকায় বিক্রি হয়েছে।

স্থানীয়রা বলছেন, এত বড় মাছ বড়শিতে শিকার করা বিরল ঘটনা। এই মাছ হাতবদল হয়ে চলে আসে নাগেশ্বরী উপজেলায়। সেটি বাজারে নিয়ে এলে মাছটি দেখার জন্য মানুষের ভিড় জমে। 

শুক্রবার (৪ নভেম্বর) সকালে নাগেশ্বরী পৌরবাজারে এক হাজার ৬০০ টাকা কেজি দরে মাছটি কেটে বিক্রি করা হয়। 

মাছ ব্যবসায়ী হানিফ জানান, বৃহস্পতিবার বিকেলে চিলমারীতে ব্রহ্মপুত্র বড়শিতে মাছ ধরেছেন এক স্থানীয় জেলে। তার কাছ থেকে ৫০ হাজার টাকায় মাছটি কিনে এনেছেন নাগেশ্বরীতে। দাম বেশি তাই ক্রেতা কম। শুক্রবার সকালে পৌরবাজারে মাছটি কেটে ১৬০০ টাকা কেজি দরে বিক্রি করি। বিক্রি হয় ৯৯ হাজার ২০০ টাকায়। তবে এতে আমার অনেক খরচ হয়েছে। লোকজন খাটাতে হয়েছে। তার পরও লাভ থাকবে। 

বিষয়টি নিয়ে কুড়িগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা কালীপদ রায় জানান, এ ধরনের বড় মাছ ধরার খবর শুনেছি। ব্রহ্মপুত্র নদে অনেক বড় বড় মাছ আছে। মাঝে মাঝেই বিভিন্ন জাতের বড় বড় মাছ ধরার খবর আসে।
 

মন্তব্য করুন