শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিঅন্যান্যসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১

সিরাজগঞ্জে অস্ত্র রাখার দায়ে যুবকের ১০ বছরের কারাদণ্ড

ডেস্ক রিপোর্ট
  ২৫ অক্টোবর ২০২২, ১৩:৩৭

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গুলি ও পিস্তল রাখার দায়ে রেজাউল করিম (৩২) নামে এক যুবককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জের স্পেশাল ট্রাইব্যুনাল-৬ এর বিচারক সুপ্রিয়া রহমান এ আদেশ দেন।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. মোস্তফা কামাল। দণ্ডপ্রাপ্ত রেজাউল করিম উল্লাপাড়া উপজেলার কোনাবাড়ি গ্রামের মৃত খলিল সরদারের ছেলে।

কোর্ট পুলিশ ও মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ৩১ ডিসেম্বর রাতে উল্লাপাড়া ও সলঙ্গায় অভিযান চালায় র‌্যাব-১২ এর সদস্যরা। উল্লাপাড়া উপজেলার কোনাবাড়ি একতা ক্লাব এলাকায় অভিযান চলাকালে রেজাউল করিমকে আটক করে র‌্যাব। এসময় তার কাছ থেকে একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে এঘটনায় উল্লাপাড়া থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের হয়। মামলা চলাকালে ১০ জন সাক্ষীর স্বাক্ষ্যগ্রহণ করেন আদালত।

স্বাক্ষ্যপ্রমাণে অভিযোগ প্রমাণীত হওয়ায় রেজাউল করিমকে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।

মন্তব্য করুন