শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিসারাদেশমতামতস্বাস্থ্যরাজধানীপাঠকের কথাআবহাওয়াফিচারশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১

বিজয়ীর উদ্যোগে চাঁদপুর শ্রমকল্যাণ কেন্দ্রের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প

প্রবাহ বাংলা নিউজ
  ২২ জুন ২০২৪, ০৮:৪১

চাঁদপুর শ্রম কল্যাণ কেন্দ্রের আয়োজনে এবং ‘বিজয়ী নারী উন্নয়ন সংস্থার’ সার্বিক সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

২১ জুন শুক্রবার ‘শ্রম কল্যাণ কেন্দ্র, চাঁদপুর’-এর আয়োজনে এবং ‘বিজয়ী নারী উন্নয়ন সংস্থা’-এর সার্বিক সহযোগিতায় অসহায় দরিদ্র মানুষ এবং শ্রমিক ও তাদের পরিবারবর্গের সদস্যদের জন্যে পুরাণবাজার হরিসভা মন্দিরে একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এ মেডিকেল ক্যাম্পে অর্ধ শতাধিক রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন এবং তাদেরকে বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়।

অর্ধশতাধিক রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন ‘শ্রম কল্যাণ কেন্দ্র, চাঁদপুর’-এর মেডিকেল অফিসার এবং ‘আয়ন-ব্যয়ন কর্মকর্তা’ ডাঃ মেহেদী হাসান শুভ। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি নেপাল সাহা, ‘বিজয়ী নারী উন্নয়ন সংস্থার’ প্রতিষ্ঠাতা তানিয়া ইশতিয়াক খান, বিজয়ীর স্বপ্নদ্রষ্টা আশিক খান, মন্দির কমিটির সদস্য লিটন সাহা, অমিত সাহা, পরিতোষসহ বিজয়ীর ভলন্টিয়ারবৃন্দ।

এছাড়া ঈদুল আজহার পরদিন ১৮ জুন পুরাণবাজার দাসপাড়া মন্দিরেও একইভাবে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়। এ দিন শতাধিক অসহায় হতদরিদ্র মানুষকে চিকিৎসা সেবা দেয়া হয়।

মন্তব্য করুন