কুমিল্লার চান্দিনায় বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এতে আরও তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
সোমবার (৩১ অক্টোবর) বেলা ১১টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলা সদরের পাশে কাঠের পুল এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস।
তিনি জানান, উপজেলা সদর থেকে সিএনজিটি মোড় নিয়ে হাইওয়ে সড়কের পাশে যাচ্ছিল। এ সময় চট্টগ্রামমুখি একটি বাস সিএনজিটিকে ধাক্কা দিলে সিএনজির চালকসহ ছয়জন যাত্রী সড়কে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলে দু'জন ও হাসপাতালে নেওয়ার পর আরও এক যাত্রীর মৃত্যু হয়। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
মন্তব্য করুন