শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিঅন্যান্যসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

কচুয়ায় চেয়ারম্যান পদে মাহবুব আলম বিজয়ী

প্রবাহ বাংলা নিউজ
  ০৬ জুন ২০২৪, ১০:২৫

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চতুর্থ ধাপে অনুষ্ঠিত কচুয়া উপজেলায় চেয়ারম্যান পদে হেভিওয়েট প্রার্থীদের পেছনে ফেলে দিয়ে তরুণ নেতৃত্বে এগিয়ে আসা বর্তমান ভাইস চেয়ারম্যান মাহবুব আলম বিপুল ভোটে জয়লাভ করেছেন। তিনি টেলিফোন প্রতীকে ৩৪ হাজার ৪শ’ ৩০ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বর্তমান চেয়ারম্যান শাহজাহান শিশির কাপ-পিরিচ প্রতীকে পেয়েছেন ২৭ হাজার ৫শ’ ৮৪ ভোট। বুধবার সাড়ে ১০টায় বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আবদুল বারিক। এদিকে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার ১শ’ ১০টি কেন্দ্রে একটানা ভোট প্রদান করেন ভোটাররা। কচুয়া উপজেলা সহকারী রিটানিং কর্মকর্তা মোহাম্মদ আবদুল বারিক বলেন, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে জোস্না আক্তার ফুটবল প্রতীক নিয়ে ২৭ হাজার ২শ’ ২৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী পারভীন আক্তার প্রজাপতি প্রতীকে ২৩ হাজার ৪শ’ ২৬ ভোট পেয়েছেন। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে মোঃ শাহজালাল উড়োজাহাজ প্রতীকে ৪৪ হাজার ৮শ’ ৯৯ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ রাকিবুল হাসান তালা প্রতীকে ৪২ হাজার ৮শ’ ৮৭ ভোট পেয়েছেন।
প্রতিটি ইউনিয়নে ১ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ টিম ছিল। নির্বাচনে পুলিশ, র‌্যাব, বিজিবিসহ আইন-শৃঙ্খলা বাহিনী নিরলসভাবে মাঠে কাজ করেছেন।
উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩০ হাজার ৫শ’ ২৫ জন। তন্মধ্যে ১লক্ষ ২ হাজার ৭শ’ ৩ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে। ভোটের শতকরা হার প্রায় ৩১.০৭%।

 

মন্তব্য করুন